– খুশি ইসলাম –
আমি হেরে যাইনি, হেরে গিয়েছ তুমি
আমার কাছে অভিনয় করেছ
মিথ্যার শিকল বেঁধেছ তুমি
তোমারি পায়ে।
কুড়ে ঘরে আঁধারের আলো
সেও তোমার কাছে হার মেনেছিল
নীরবে-নিভৃতে এ কি সুখ
নাকি ছিল অসুখ তোমার দু’টি চোখে?
যত সুখ তুমি চাইতে
তার চেয়েও সুখি তুমি হতে
এই ছিল আমার প্রতিজ্ঞা
বল কি ছিল আমার দোষ?
তুমি যা চেয়েছ, তাই পেয়েছ
ও আমার ভালোবাসার প্রিয়া
অবহেলা করেছ, অনুমতি চাওনি
ছেড়ে চলে গিয়েছ মুক্ত আলোর খোঁজে।
আমি হেরে যাইনি, হেরে গিয়েছ তুমি
আমার কাছে।
বিষন্ন মন, একাকী জীবন
নিঃস্ব করে দিয়েছ আমায়।
বল কি সুখ পেলে
সুখের-মায়ার বাঁধন ছিঁড়ে?
ওগো মোর প্রিয়া
আজও তোমারি অপেক্ষায় কাঁদে মন হিয়া।