– খুশি ইসলাম –
একটি বার তুমি আমার কবিতা হয়ে দেখো
আমি তোমাকে কতোটা ভালোবাসি
তুমি আমার কবিতার ভাষা হয়ে দেখো
কতোবার আমি তোমাকে আয়ত্ত করি
তুমি আমার চোখের কাজল হয়ে দেখো
কতোবার আমি তোমাকে স্পর্শ করি
একটি বার তুমি ভোরের আলো হয়ে ফুটো
কতোটা আমি তোমাকে অঙ্গে মাখিয়ে রাখি
শেষ বারের মতো না হয় আমার হৃদয়ের অনুভব হয়ে থাকো
দেখো, আমি তোমাকে কতোটা যত্নে রাখি