– সৈয়দুল ইসলাম –
আয় ছেলেরা, আয় মেয়েরা
পাঠশালাতে যাই
শিক্ষা গুরুর ছায়াতলে
জীবনটা সাজাই।
অ আ ক খ পড়তে হবে
বাংলা ভাষা শিখতে হবে
তুলনা যার নাই
আয়রে, পাঠশালাতে যাই।
এ বি সি ডি শিখতে হবে
সাথে সাথে লিখতে হবে
লিখতে মোরা চাই
আয়রে, পাঠশালাতে যাই।
এক দুই তিন লিখতে হবে
যোগ বিয়োগ গুণ শিখতে হবে
শিখতে মোরা চাই
আয়রে, পাঠশালাতে যাই।
হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, মোবাইল- ০১৭২৮১০৬২৯২