1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস

জুলাইয়ে ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৩ কোটি ডলার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৭ কোটি ১৪ লাখ মার্কিন ডলার। ২০২১-২২ অর্থবছরের শেষ মাস গত জুনে রেমিট্যান্স এসেছে ১৮৪ কোটি মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ কোটি ডলার কম। ২০২০-২১ অর্থবছরের জুন মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৪ কোটি ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, সারা বছরের মধ্যে দুই ঈদের আগে রেমিট্যান্স প্রবাহ অন্যান্য সময়ের চেয়ে বাড়ে। ঈদে দেশে নগদ টাকার চাহিদা থাকায় তার জোগান দিতেই প্রবাসীরা তাদের আত্মীয়-স্বজনদের কাছে রেমিট্যান্স পাঠান। প্রবাসীদের এই অর্থে দেশে থাকা তাদের আত্মীয়-স্বজনরা কোরবানি ও ঈদের কেনাকাটা করেন। তাই, এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহে কিছুটা গতি দেখা যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ২০০ কোটি ডলার ছাড়াবে বলে আশা করা যাচ্ছে।

তারা আরও বলছেন, রেমিট্যান্স প্রবাহ বাড়লে ডলারের সংকট অনেকটা কেটে যাবে। ডলারের বাজারেও অস্থিরতা অনেকটা কমবে। এই রেমিট্যান্স প্রবাহের গতি অব্যাহত রাখতে বিদেশে দক্ষ লোকবল পাঠানোর ওপর গুরুত্ব দিতে হবে।

এদিকে, সংকটের কারণে দিন দিন ডলারের দাম বাড়ছে। সোমবার (২৫ জুলাই) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৯৪.৭০ টাকা। তবে, খোলা বাজারে ডলারের দাম ১০৭ টাকা অতিক্রম করেছে।

উল্লেখ্য, বিদায়ী ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর মধ্যে আলোচ্য অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ১৮৭ কোটি ১৪ লাখ, আগস্টে ১৮১ কোটি ১ লাখ, সেপ্টেম্বরে ১৭২ কোটি ৬৭ লাখ, অক্টোবরে ১৬৪ কোটি ৬৮ লাখ, নভেম্বরে ১৫৫ কোটি ৩৭ লাখ, ডিসেম্বরে ১৬৩ কোটি ৬ লাখ, জানুয়ারিতে ১৭০ কোটি ৪৫ লাখ, ফেব্রুয়ারিতে ১৪৯ কোটি ৪৪ লাখ, মার্চে ১৮৫ কোটি ৯৭ লাখ, এপ্রিলে ২০১ কোটি ৮ লাখ, মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ এবং জুনে ১৮৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com