1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

সত্য-মিথ্যার জয়-পরাজয়

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ জুলাই, ২০২২

– খুশি ইসলাম –

একজন সত্যবাদী পুরুষ কখনো কারো সাথে প্রতারণা করে না, কারো সাথে মিথ্যা বলে না। একজন বিনয়ী পুরুষ কখনো কাউকে ঠকায় না, যতটুকু পারে ততটুকুই দিয়ে বিনয়ী থাকার চেষ্টা করে। কারো সাথে সীমা লংঘন করে না। একজন ভদ্র পুরুষ কখনো অমানুষিকতার পরিচয় দেয় না। একজন রুচিশীল পুরুষ কখনো অন্যের সমালোচনা করে না। একজন মার্জিত পুরুষ নিজের ব্যক্তিত্বকে বজায় রাখতে শেখে। একজন সৌন্দর্যশীল পুরুষ তার কথা আর কাজে সৌন্দর্য প্রকাশ করে থাকে। একজন অসাধারণ পুরুষ নিজের চরিত্রকে কখনো খারাপ করে না। কারো কথার খেলাপ করে না বরং কথা দিয়ে রাখার চেষ্টা করে।

যুগ যুগ ধরে মহাপুরুষ কালজয়ী পুরুষেরা অসংখ্য দৃষ্টি স্থাপন করে গেছেন। আজও তাদের জন্য টিকে আছে গোটা পৃথিবীটা। অসাধারণ সৌন্দর্য-ব্যক্তিত্ব নিয়ে হাজারো বছর টিকে গেছেন, শিখিয়ে গেছেন কিভাবে রুচিশীল ও ভদ্র মানুষ হতে হয়। ভদ্র পোষাক পড়লে ভদ্র হওয়া যায় না। এ ভদ্রতার আড়ালে হাজারো অভত্র মানুষ ভদ্রতার নামে মুখোশ পড়ে আছে। দিনের পর দিন মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে, মানুষকে ঠকাচ্ছে- হোক সেটা দিনের আলোতে বা রাতের আঁধারে।

কাউকে ঠকিয়ে কখনো নিজে বড় হওয়া যায় না। একদিন নিজেই নিজের প্রতিশোধ নেবে। খুব কঠিনভাবে ক্ষত করে দিয়ে যাবে।

যারা বিনয়ী যারা চরিত্রবান তারাই যুগ যুগ ধরে টিকে আছেন এ জগত সংসারে। অসৎ চরিত্রের মানুষকে কেউ কখনো ভালবাসে না। যতোই সে ব্যক্তি বিত্তশালী হোক না কেন, যতোই বাহ্যিক সৌন্দর্যের অধিকারী হোক না কেন; আল্লাহ তাদের ভালোবাসেন না।

অন্যের উপর জুলুম নির্যাতন করা এসব লোক কখনো আল্লাহর প্রিয় পাত্র হবেন না। কথা দিয়ে কথা না রাখা মানুষের সাথে প্রতারণা করা, সরলতার সুযোগ নিয়ে ধোকা দেওয়া; এসব কাজ শুধুমাত্র নীচু মনের মানুষেরাই করে থাকে। আজ যারা প্রতারণার লিপ্ত হচ্ছে, সময় একদিন ঠিকই প্রতিশোধ নেবে। কথাং আছে “Truth never dies” সত্য কখনো মরে না।

লেখিকা : শিক্ষার্থী, শেরপুর সরকারী কলেজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com