1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সাধারণ সভায় সকলের মতামতের ভিত্তিতে ডেইলী অবজারভার ও ভোরের কাগজ ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি হারুন-উর-রশীদকে সভাপতি ও দৈনিক ঢাকা প্রতিদিন ও বাংলাদেশের আলো পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি আল হেলাল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার বিকেল ৫টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি,এম) উচ্চ বিদ্যালয়ের হলরুমে ফুলবাড়ী উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মিদের সাধারণ সভায় সকলের মতামতের ভিত্তিতে ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির পরিচালনা কমিটির সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (গণমানুষের আওয়াজ), সহ-সভাপতি ঈমাম রেজা (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি কবির সরকার (এশিয়ান টিভি), সহ-সাধারণ সম্পাদক হারুন-উর-রশীদ মাস্টার (দৈনিক আজকের প্রতিভা), সাংগঠনিক সম্পাদক সোলায়মান মন্ডল (দৈনিক দেশবার্তা), সহ-সাগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান মন্ডল (প্রতিদিনের সংবাদ), অর্থ সম্পাদক বাদল চন্দ্র প্রামানিক (দৈনিক দিনবদলের সংবাদ), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন (দৈনিক মায়ের আচল), প্রচার সম্পাদক মোরসালিন ইসলাম (দৈনিক প্রাইভেট ডিটেক্টটিভ), আইসিটি সম্পাদক আল মামুন চৌধুরী (দৈনিক স্বাধীন বাংলা), ক্রীড়া সম্পাদক শামীম কবির চৌধুরী কালাম (দৈনিক অন্তরকন্ঠ), সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন (দৈনিক দেশেরকন্ঠ), কার্যকারী সদস্যরা হলেন সৈয়দ সিরাজুল ইসলাম রিপন (দৈনিক দেশের পত্র), হিরেন্দ্রনাথ বর্মন হিরু (দৈনিক তিস্তা সংবাদ), আজগর আলী (দৈনিক মুক্ত সকাল ও দৈনিক দাবানল), আশরাফুল ইসলাম (দৈনিক স্বাধিন বার্তা), মশিউর রহমান (দৈনিক শিক্ষাবার্তা)।
নবগঠিত কমিটির সভাপতি হারুন-উর-রশীদ বলেন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটি উপজেলার গণমাধ্যমকর্মীদের স্বার্থরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। সেইসঙ্গে অপসাংবাদিকতা রোধে এই সংগঠনটি নিরন্তর কাজ করবে। সত্য ও ন্যায়ের পথে থেকে সংগঠনটির সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে বলে তিনি প্রত্যাশা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!