বিনোদন ডেস্ক : বাংলাদেশের আলোচিত মডেল নায়লা নাঈম। এরই মধ্যে আবেদনময় ও গ্ল্যামারাস লুক তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে অনেকখানি। সম্প্রতি তিনি একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। ‘পাগল করে, আদর করে’—শিরোনামের গানটি গত ২৪ ডিসেম্বর ইউটিউবে অবমুক্ত হয়। এতে তার সঙ্গে মডেল হয়েছেন সাইফ খাঁন।
এ গানটির সুর করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। তার সঙ্গে মিলে এর কথা লিখেছেন জাহিদ আকবর। এটি গেয়েছেন কলকাতার সৌভিক কবি।
শ্রীমঙ্গলের নভেম ইকো রিসোর্ট ও কালিঘাট চা বাগানে মিউজিক ভিডিওটির চিত্রায়ণ হয়েছে। এটি পরিচালনা করেছে অনন্য মামুন টিম। প্রযোজনায় সেলিব্রেটি প্রোডাকশন।
এর আগে বেশ কিছু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নায়লা নাঈম। চলচ্চিত্রের গানেও নেচেছেন। পাশাপাশি রাজধানীতে দন্ত চিকিৎসক হিসেবে কাজ করে থাকেন তিনি।