1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ছাগলে ধানক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, মারধর র‌্যাবের ১২তম মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী উৎপাদন বাড়লেও হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা নালিতাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও প্রকাশের মামলায় যুবক গ্রেফতার স্থানীয় এমপি বন্ধু প্রার্থীর পক্ষ নেয়ায় প্রার্থীতা প্রত্যাহার বিএফইউজের সম্পাদক শিবলী সাদিক’র সাথে ঝিনাইগাতীর সাংবাদিকদের মতবিনিময় বান্দরবানে কেএনএফ সংশ্লিষ্টতার সন্দেহে এক নারীসহ আরও ৭জন কারাগারে নান্দাইলে খুন করে উল্লাস খুনিদের, লাশ আনার জন্য পরিবারকে বার্তা

জীবনকে বুঝতে শিখুন, নিজেকে ভালোবাসুন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

– খুশি ইসলাম –

সবাই তো বেশিরভাগ ভাঙতে পারে, গড়তে পারে ক’জনা? হোক সেটা ভালোবাসা-বন্ধুত্ব-সম্পর্ক, হোক সংসার জীবন, হোক না আত্মার আত্মীয়তা। পজেটিভ ব্যাপারে আমরা কখনো আগে ভাবি না। সবসময় আমরা নেগেটিভ নিয়ে পড়ে থাকি। ভালো কিছু ঘটলেও সবসময় আমাদের মাথার ভেতর খারাপ চিন্তা আসে। আমরা ভালো কিছুকে খারাপ ভাবে দেখি। কিন্তু কখনো ভাবি না, আমাদের চোখে দেখাও ভুল হতে পারে, কানে শোনাও ভুল হতে পারে। আমরা যা দেখি চোখের সামনে আমাদের ঘটে যাওয়া, সেটাও ভুল হতে পারে। অন্যজন সম্পর্ক ভেঙে দেয়ার জন্য বললে, সেটাও ভুল হতে পারে। কোনটা সঠিক, কোনটা ভুল, তা আপনি নিজেই বুঝতে পারবেন। তাই সিদ্ধান্ত আপনার। আপনি ছাড়া আর কেউ সিদ্ধান্ত নিতে পারবে না। জীবনটা আপনার, আপনাকেই গুছাতে হবে। তাই আমাদের জীবনটা খুবই গুরুত্বপূর্ণ।

ভুল মানুষের সাথে সম্পর্ক তৈরি করার চেয়ে একাকীত্বে প্রহর গুণা অনেক ভালো। না হলে একটু সময় নিয়ে বারবার চিন্তা করা উচিত। কি করা যায়? কি করলে আমাদের ভালো হবে, জীবনটা যেহেতু আমার? কেউ চাইবো না ভুল সম্পর্কে জড়াতে, ভুল মানুষের সাথে জীবন কাটাতে, কম্প্রোমাইজ করতে। যদি তাই হয়, তাহলে জীবনে অনুশোচনা করা ছাড়া কিছুই থাকবে না। তাই জীবনের গুরুত্বপূর্ণ সময়ে এসে বন্ধুত্ব বলুন, ভালোবাসার মানুষ বলুন, আর সংসার জীবনেই বলুন; বারবার সময় নিয়ে সম্পর্কে জড়াবেন। মোটকথা, যে আপনাকে বিশ্বাস করবে, ভরসার চোখে দেখবে, আপনাকে সুখে রাখার চেষ্টা করবে, আপনাকে কখনো ভুল পথে যেতে দিবে না, তার সাথে সম্পর্ক স্থায়ী করুন।

আমরা জীবনের পদে পদে ভুল করি। ভুল করব না, এটা আমাদের মাথায় থাকতে হবে। একটা সম্পর্ক যখন ভেঙে যায় তখন সেখানে কিছু পজেটিভ আর কিছু নেগেটিভ ব্যাপার থাকে। একজন আরেকজনকে না বোঝা, একজন আরেকজনকে মূল্য না দেওয়া, বিশ্বাস না করা, সম্মান-শ্রদ্ধা না করা, একজন আরেকজনের পরিপূরক না হওয়া, সন্দেহ করা, মিথ্যা বলা, মূল্যবোধের অবক্ষয়। ইত্যাদি থাকলে সম্পর্ক কখনো টিকিয়ে রাখা যাবে না। জীবনের ক্ষেত্রে ভালোবাসাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যার জীবন আছে, সেই ভালোবাসা পেতে চায়। ভালোবাসা ছাড়া কোন বীজ অঙ্কুরিত হয় না, ফুল ফোটে না, ফলও ধরে না। কেউ ইচ্ছে করে সম্পর্ক ভাঙতে চায় যে কোন অজুহাতে। আবার কেউ সম্পর্কটাকে ভীষণভাবে টিকিয়ে রাখতে চায়। কিন্তু সম্পর্ক ভাঙার চেয়ে টিকিয়ে রাখা অনেকটাই কঠিন। যে আপনাকে মিথ্যা বলে, আপনার সামনে এক কথা আড়ালে আরেক কথা বলে, আপনাকে ছোট করে কথা বলে। অভদ্রতা, রুচিহীন, ব্যক্তিত্বহীন, মানুষ আপনার পাশে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আপনি যদি না বুঝতে পারেন, কষ্ট-যন্ত্রণা আপনাকে বয়ে বেড়াতে হবে। যদি আপনি বুঝতে পারেন, আপনাকে কেউ ঠকাচ্ছে। তার কাছ থেকে দূরে সড়ে যান। সে যাই হোক না, প্রতারক ছাড়া কিছুই না। হোক আপনার বন্ধু, হোক আপনার ভালোবাসার মানুষ, হোক আপনার আত্মীয়।

আমি আবারও বলব, জীবনটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আপনাকে মূল্য দিচ্ছে না, সেখানে কেন পড়ে থাকবেন? একটা মানুষকে কতোবার বোঝাতে যাবেন, আপনি নিজেই চিন্তা করবেন। আপনার টাকা নেই বলে আপনাকে কেউ মূল্য দিচ্ছে না? তো সমস্যাটা কোথায়? যে আপনাকে সম্মান করছে না, মূল্য দিচ্ছে না, তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনি একজন পুরুষ মানুষ। আর পুরুষ মানুষ বলতেই একজন সফলতার মানুষ। আপনিও পারবেন এ সমাজে মাথা উঁচু করে টিকে থাকতে। পরিশ্রম করুন, ধৈর্য ধরুন, আপনার প্রতিভাকে কাজে লাগান। আপনার ভিতরেও কিছু চমৎকার দিক রয়েছে। জীবনে বড় হতে গেলে, প্রতিষ্ঠিত হতে গেলে, পরিশ্রম করতে হবে। তারপর আসবে সফলতা। সারাটা জীবন ভুল মানুষের পেছনে ছোটার চেয়ে নিজে প্রতিষ্ঠিত হোন। ভদ্র-মার্জিত ও রুচিশীল একজন সত্যবাদী মানুষ হওয়া এবং এসব সুন্দর ব্যবহার আপনার জীবনকে রাঙিয়ে তুলবে। আল্লাহ চাইলে ব্যর্থতার গ্লানিকে মুছে দেবেন। জীবনের হিসেব খাতাটা নিয়ে একটু বসুন, দেখুন, ভাবুন। কতোটা সময় অপচয় হয়েছে। আপনি-আমি কল্পনাই করতে পারবো না। দিন তো যায় সময়ের নিয়মে, সে তো আর ফিরবে না কখনো। নিয়মকে ভেঙে দিয়ে তো আর কোন সখ্যতার প্রাচীর তৈরি করা যায় না। সে তো ছুটে চলে তার নিয়মে। যারা বুদ্ধিমান তারা সবসময়ই সময়কে গুরুত্ব দিয়ে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যায়।

লেখিকা : শিক্ষার্থী

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!