– সুমাইয়া ইয়াছমিন উর্মি –
খালি আজ ক্যাম্পাস মানুষ নেই
সিটের পর সিট খালি বাস
খেলার মাঠেও নেই শিশুর সমাগম
থর থর কাঁপছে যুবকের দম।
রমণীর নিঃশ্বাসেও নেই সুখ
কি এক নিদারুণ ব্যথা
বয়ে বেড়াচ্ছে বার্ধক্যের বুক।
একটু খানি বাঁচার আশায়
সেও আজ আর বসে না চায়ের আড্ডায়
থেমে গেছে আবেগমাখা ভালোবাসার গল্প
আজ কথা হলেও দেখা হয় খুব অল্প।
এখন আর জড়িয়ে ধরে না
করে না অসময়ে কাছে আসার বায়না
একটু খানি বাঁচার আশায়
ভালোবাসা আজ প্রহর গুণাই।
বন্ধ নন্দন পার্ক
রমনার বটতলাও আজ ফাঁকা
আলিঙ্গন নেই জোট বেঁধে আসা
ভালোবাসার ঝাঁক।
জাতীয় চিড়িয়াখানাতেও পড়ে গেছে তালা
ফুটপাতে শুয়ে থাকা শিশুটির দিকে তাকাও
একটু হলেও বুঝবে বেঁচে আছে
সে সহ্য করে কত জ্বালা।
একটু খানি বাঁচার আশায়
কতো যুদ্ধ করছে মানব এই করোনায়
সে টুকাই রাস্তায় রাস্তায় কাগজ কুড়ায়
তারও জীর্ণ থলেটি আজ শূন্য।
তোমার ফেলে দেওয়া তিন দিনের পঁচা পান্তা
তার এক বেলা বেঁচে থাকার অন্ন
আজ এই পঁচা পান্তা ও যে ঝুটছে না তার কপালে
না জানি আরো কতো শোক আছে তার মনের আড়ালে।
একটু খানি বাঁচার আশায় সে
ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়
এই ভব সংসারে একটু খানি বাঁচার আশায়
কেউ জোঁকার সেজে হাসায়
কাউকে বস্তবতা কাঁদায়।
কে কাঁদিয়েছে তোমায়?
হাসছো কার প্ররোচনায়?
ভাবো বসে নিরালায়….