– তাপস কুমার বর –
জীবন তুমি কোথায় গেছো?
জোয়ার-ভাটার সমুদ্রে।
লড়াই তোমার তীব্র করে
এগিয়ে যাও বতর্মানে।
জীবন তুমি ভেঙে পড়েছো কি?
দেখো, উত্থান-পতন ফুটপাতে।
দামের মূল্য কেউ দেবেন
অধিকার দিয়ে ছিনিয়ে নিতে হবে।
জীবন তুমি কাঁদছো কেন?
ভিক্ষার ঝুলি নিয়ে পথে-ঘাটে।
দুঃখ তোমায় সুখ দেবেনা
সুখ তোমাকেই খুঁজতে হবে।
যুগের পাল্লা আজ মধ্যগগনে
অর্থের চাহিদায় সব আছে।
তোমার দুঃখ কেউ বোঝে না
কেঁদে কেঁদে কেন যুগ কাটিয়ে দিলে?
তোমার স্বপ্ন লক্ষ রেখে
এগিয়ে যাও সত্য পথে।
একদিন তোমার বিজয় ধ্বজে
মানবতার জয় জয়কার হবে।
জীবন তুমি কোথায় গেছো?
ফিরে এসো বর্তমানে।
দুঃখের স্বপ্ন বইতে বইতে
হারিয়ে ফেলেছো কত সময় জীবনে।
এটা প্রাচীন নয়,মধ্য নয়,
শব্দ শুনে বোঝনি কেন?
জীবন তুমি এখনো কাঁদছো বসে।
এটা বর্তমানের যুগান্তরের তান্ডব,
তীব্র ভাবে লড়াই করতে হবে।
জীবন তুমি ফিরে এসো
লক্ষ্য নিয়ে ঘরে ঘরে!
ঠিকানা: সাগর কৃষ্ণনগর, থানা- সাগর, জেলা- দঃ ২৪ পরগনা, পিন-৭৪৩৩৭৩, মোঃ-৭০৭৬৬২৫৩৫২