1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

‘২ হাজার কোটি টাকা দাও, হ্যারি কেন নিয়ে যাও’

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০

স্পোর্টস ডেস্ক : ১০০ কোটি পাউন্ড খরচা করে অত্যাধুনিক স্টেডিয়াম বানিয়ে বিশাল অঙ্কের ঋণে চাপা পড়েছে ইংলিশ ফুটবল ক্লাব টটেনহ্যাম হটস্পার। এছাড়া বাকি রয়েছে খেলোয়াড়দের ট্রান্সফার ফি পরিশোধ করাও। সবমিলিয়ে প্রায় ৭২০ মিলিয়ন পাউন্ড ঋণ এখন স্পারসদের।

সেই ঋণ পরিশোধ করতে উপায়ন্ত না পেয়ে, দলের অন্যতম সেরা খেলোয়াড় হ্যারি কেনকে বিক্রি করার পরিকল্পনাই করেছে লন্ডনের ক্লাবটি। হ্যারি কেনকে বিক্রির জন্য তার পেছনে ২০০ মিলিয়ন পাউন্ডের (প্রায় ২ হাজার ১শ কোটি টাকা) প্রাইস ট্যাগ লাগিয়েছে স্পার্সরা।

টটেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভির মোতাবেক ক্লাবটির এখন একটাই লক্ষ্য, হ্যারি কেনকে বেচে দেয়া। এক্ষেত্রে তাদের স্লোগানই যেন হয়ে গেছে, ‘২ হাজার কোটি টাকা দাও, হ্যারি কেন নিয়ে যাও।’ এত চড়া মূল্যে হ্যারি কেনকে কেউ কিনতে রাজি হবে কি না তা আলোচনা বিষয়বস্তুই বটে।

তবে সত্যি সত্যিই যদি হ্যারি কেনের বদলে ২০০ মিলিয়ন পাউন্ড পায় টটেনহ্যাম, তাহলে এটি হয়ে যাবে ক্লাব ফুটবলের ইতিহাসে ট্রান্সফার ফি’র রেকর্ড। ২০১৭ সালে বার্সেলোনা থেকে নেইমারকে পেতে ১৯৮ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল প্যারিস সেইন্ট জার্মেই।

এমন নয় যে, সাম্প্রতিক সময়ে ফর্মটা খারাপ যাচ্ছে হ্যারি কেনের। বরং অসমাপ্ত মৌসুমেও ২৫ ম্যাচে ১৭ গোল করে ফেলেছেন ইংল্যান্ডের অধিনায়ক। এছাড়া সবশেষ বিশ্বকাপে ৬ গোল করে জিতেছিলেন সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট।

এতকিছুর পরেও, কোন ক্লাব যদি হ্যারি কেনকে দলে নিতে ২০০ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি হয়, তাহলে টটেনহ্যাম চেয়ারম্যান খুশি মনে এই দলবদলে সাক্ষর করবেন বলে জানাচ্ছে ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com