1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

‘ধোনিকে চাপ দেবেন না, চলে গেলে আর কিন্তু ফিরে পাবেন না’

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

স্পোর্টস ডেস্ক : পেশাদার ক্রিকেটটা বড় স্বার্থপর জায়গা। এক সময় যাকে মাথায় তুলে রাখে, পরে সেই মুকুটকেই মাটিতে আছড়ে ফেলতে চায়। মহেন্দ্র সিং ধোনির অবস্থা এখন এমনই।

ভারতকে দু’দুটি বিশ্বকাপ জিতিয়েছেন। এক সময় এই মহেন্দ্র সিং ধোনির নামটি ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলতেন যারা, তারাই এখন পাগল হয়ে গেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে অবসরে পাঠাতে।

চারদিকে শুধু একটাই প্রশ্ন-ধোনি অবসরে যাবেন কবে? ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সর্বশেষ খেলেছিলেন, তারপর আর দলে দেখা যায়নি সাবেক ক্যাপ্টেন কুলকে।

আইপিএল দিয়ে মাঠে ফেরার সুযোগ ছিল। এই টুর্নামেন্টে ভালো করতে পারলে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো জায়গা ফিরে পেতেন। কিন্তু আইপিএলটাই তো মাঠে গড়াতে পারলো না। করোনার কারণে এবারের আসর হবে কিনা, সেটি নিয়েও আছে ঘোর অনিশ্চয়তা।

মাঠের বাইরে থেকেই ধোনিকে তাই বিদায় নিতে হবে, এমনটাই মনে করছেন অনেকে। কেউ তো আরও এক ধাপ এগিয়ে বলেই দিচ্ছেন, ধোনির এখন কোনো কিছুর অপেক্ষা না করে বিদায় বলে দেওয়া উচিত।

এমন পরিস্থিতিতে ধোনি পাশে পেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসেনকে। যারা ধোনিকে অবসরে পাঠানোর চিন্তা করছেন, তাদের সতর্ক করে দিলেন তিনি।

নাসের হোসেন মনে করেন জাতীয় দলকে দেওয়ার মতো এখনও অনেক কিছু বাকি আছে ধোনির। সাবেক ইংলিশ দলপতির ভাষায়, ‘ধোনি কি এখনও জাতীয় দলে ফিরতে পারে? আমি তো মনে করি, ধোনির এখনও ভারতীয় ক্রিকেটকে দেওয়ার মতে অনেক কিছু আছে।’

গত বিশ্বকাপে স্লো খেলে সমালোচিত হয়েছিলেন ধোনি। এই সমালোচকদের মধ্যে ছিলেন নাসের হোসেনও। কিছুটা ভুল সেই সময় উইকেটরক্ষক এই ব্যাটসম্যান করেছেন মানছেন তিনি। তবে ভবিষ্যতে নিজেকে আবারও প্রমাণ করতে পারেন, মনে করেন নাসের।

তিনি বলেন, ‘বিশ্বকাপে দুই একবার ধোনি ভুল করেছে। রান তাড়া করতে নেমে গতি বাড়াতে পারেনি। তবে এখনও সেরাটা দেওয়ার ক্ষমতা রয়েছে তার। ফলে যারা ধোনির অবসর নিয়ে নানা কথা বলছেন, তারা সতর্ক হয়ে যান।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com