1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ মে ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন

ঈদের ছুটি বাড়ল এক দিন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : ঈদযাত্রার সুবিধার জন্য ২৭ জুন ঈদুল আজহায় এক দিনের বাড়তি ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। ফলে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (১৯ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী এতে  সভাপতিত্ব করেন।

মন্ত্রিসভা বৈঠকে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী ছুটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একদিন (২৭ জুন) ছুটি বাড়ানো হয়েছে।

জানা গেছে, এ বিষয়ে দুপুরে মন্ত্রিপরিষদ সচিবের সংবাদ ব্রিফিং এর পর মন্ত্রপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি একদিনের ছুটি বাড়ানোর সুপারিশ করেন। এছাড়া,  বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি জানায়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানে জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে।

সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৯ জুন (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি আরবের আকাশে রোববার (১৮ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ জুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!