স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসের ডালপালা ঝড়ের গতিতে বিস্তার ঘটাচ্ছে। ইতিমধ্যে পৃথিবীজুড়ে ১৮ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মারা গেছেন প্রায় ১ লাখের বেশি মানুষ।
বিশ্বের এমন অবস্থায় করোনাভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়ছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। করোনা আক্রান্ত রোগীদের বাঁচাতে জীবনের ঝুঁকি সবচেয়ে বেশি তাদের। আর তাই তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই বার্সেলোনার আওর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। জানিয়েছেন, তাঁর চোখে বিশ্বের বর্তমান হিরো এখন তারাই।
সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে এই নিয়ে এক পোস্ট করেন মেসি। এক চিকিৎসকের হাতে নেওয়া এক শিশুর ছবি পোস্ট করেন মেসি। যার ক্যাপশনে কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি লিখেন,
‘বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহ শেষ হয়েছে। স্বাস্থ্যকর্মীরা যেভাবে কাজ করে যাচ্ছে, তার জন্য ইউনিসেফের সঙ্গে আমিও একত্রে আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’
সকল সেবাদান করা স্বাস্থ্যকর্মীদের হিরো আখ্যায়িত করে মেসি আরও যোগ করেন, ‘কোভিড-১৯ থেকে আমাদের নিরাপদে রাখার জন্য, নিজের পরিবার থেকে দীর্ঘদিন ও রাত পরিবার থেকে দূরে আছেন সেসব অজ্ঞাতনামা হিরোদেরও (কৃতজ্ঞতা)। এতসব কিছু সত্ত্বেও, প্রসূতি মহিলা, শিশু ও কিশোরদের সেবা ও নিরাপত্তা দিয়ে তারা তাদের মহৎ অঙ্গীকার রেখে যাচ্ছেন।’