বাংলার কাগজ ডেস্ক : বিএনপি ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচিকে ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যাত্রাবাড়ী, আমিনবাজারসহ ঢাকার প্রবেশমুখগুলোতে বিপুল পরিমাণ পুলিশ সদস্য বাড়িয়ে সেখানে কোন ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সে প্রস্তুতি নেওয়া হয়েছে।
যাত্রাবাড়ীর ধনিয়া কলেজ সংলগ্ন এলাকায় জল কামান, এপিসি, প্রিজন ভ্যানসহ ব্যাপক সাঁজোয়া যান নিয়ে অবস্থান করছে পুলিশ। সন্দেহভাজন কারো গতিবিধি হলে তাকেই তল্লাশি করা হচ্ছে। তবে সেখানে বিএনপির অবস্থান কর্মসূচি পালনকারী কোন নেতাকর্মীকে দেখা যায়নি।
একইভাবে আমিন বাজারেও প্রস্তুতি নিয়ে অবস্থান করছে পুলিশ। এছাড়াও রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখে পুলিশের সঙ্গে র্যাব, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিজিবিকেও অবস্থান নিতে দেখা গেছে।
আমাদের সাভার প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেছেন, যে কর্মসূচির ঘোষণা এসেছে সেটিতে ডিএমপির অনুমোদন নেই। আমিনবাজার ও গাবতলী ঢাকার প্রবেশমুখ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এখানে অবৈধ কর্মসূচি পালনের কোন সুযোগ নেই। কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে লক্ষে ৭ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে এ সংখ্যা আরো বাড়ানো হবে।
এর আগে শুক্রবার (২৮ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপি অবস্থান কর্মসূচি পালন করার জন্য কোন আবেদন করেনি। এ কারণে কাউকে রাস্তা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।