শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসেরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চার শিশু ও চার জন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে সাত জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, সিরাজদিখানের পপি (২৬), হ্যাপি (২৮), শাকিব (৮), সাজিবুল (৪), ফারিহান (১০), মোকসেদা (৪২) ও রাকিব (১২)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিরাজদিখান উপজেলা থেকে ট্রলারে করে লোকজন পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ট্রলারটিতে ৪৬-৪৭ জনের মতো যাত্রী ছিলেন। সারাদিন বেড়িয়ে ফেরার পথে লৌহজং এলাকায় বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় সেটি ডুবে যায়।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, এ ঘটনা তদন্তের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।