1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন

বিএসএমএমইউ থেকে বের করে নেওয়া হলো সাঈদীর মরদেহ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

ঢাকা: দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বের করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মরদেহবাহী ফ্রিজিং গাড়িতে করে সাঈদীকে বের করে নিয়ে যাওয়া হয়। এসময় মরদেহবাহী গাড়িটি ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা ছিল। পাশে সাঈদীর সমর্থক ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়।

পুলিশ জানিয়েছে, সাঈদীর মরদেহ বিএসএমএমইউ থেকে সরাসরি তার নিজ জেলা পিরোজপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।

হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মারা যান সাঈদী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। পরে সেখানে জামায়াতের নেতাকর্মী ও তার সমর্থকেরা অবস্থান নেন। রাতেই বিএসএমএমইউ হাসপাতাল ও এর আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

এর আগে গত রোববার (১৩ আগস্ট) হঠাৎ অসুস্থ বোধ করলে বিকেল ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সাঈদীকে বিএসএমএমইউ হাসপাতাল নেওয়া হয়।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার হন তিনি। পরে একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com