স্পোর্টস ডেস্ক : ফাফ ডু প্লেসিস দায়িত্ব ছাড়ার পর কুইন্টন ডি কককে নিয়ে আলোচনা হচ্ছিল। ধারনা করা হচ্ছিল টেস্ট দলের দায়িত্ব টপ অর্ডার এই ব্যাটসম্যানকে দেওয়া হবে।
কিন্তু ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পরিচালক গ্রায়েম স্মিথ শুক্রবার জানিয়েছেন, টেস্টে নেতৃত্ব পাবেন না ডি কক। এ বছরের শুরুতে ডি কককে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়। দুই মাস আগে ফাফ ডু প্লেসিস দায়িত্ব ছাড়েন। কিন্তু টেস্ট দলের দায়িত্ব এ সময়ে কাউকে দেওয়া হয়নি। আলোচনায় ডি কক ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে সাদা পোশাকের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। জানা গেছে সম্ভাব্য টেস্ট অধিনায়কের তালিকায় আছেন তেম্বা বাভুমা, এইডেন মার্করাম ও ডিন এলগার।
শুক্রবার স্মিথ বলেন, ‘ডি কক আমাদের সাদা বলের অধিনায়ক থাকবেন। তাকে টেস্ট অধিনায়ক করা হবে না। আমরা চাচ্ছি সে সাদা বলে সতেজ হয়ে পারফর্ম করুক।’
কাকে সাদা পোশাকের দায়িত্ব দেওয়া হবে? স্মিথ উত্তরে বলেন, ‘আমি ঠিক নিশ্চিত নই কি হতে যাচ্ছে। আমাদের সিদ্ধান্ত নিতে সময় লাগবে। এ মুহূর্তে একজনকে বেছে নেওয়া কঠিন। আমরা শিগগিরিই নির্বাচন করবো। আশা করছি মাঠে নামার আগেই আমরা আমাদের অধিনায়ককে দেখতে পারবো।’
স্মিথ ধারনা দিয়েছেন অধিনায়ক নির্বাচনে তাঁরা তরুণ কাউকে বেছে নিতে পারেন যিনি দীর্ঘ সময় নেতৃত্ব দিতে পারেন। স্মিথ বলেছেন, ‘আমরা এমন কাউকে বেছে নিতে চাইছি যার মধ্যে নেতৃত্বের গুণ রয়েছে এবং যাকে সবাই সম্মান করবে। পাশাপাশি যে কিনা দলের জন্য সাহসী সিদ্ধান্ত নিতে পারবে। আমরা সেগুলো বিবেচনায় আনছি।’
দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম বয়সী অধিনায়ক হয়েছিলেন স্মিথ। দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন তিনি। এবার নিজের মতোই কাউকে খুঁজছেন দক্ষিণ আফ্রিকার সফলতম অধিনায়ক।