– ফরিদ আহাম্মদ –
বাংলাদেশে করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে মহামারির দিকে যাচ্ছে। এমতাবস্তায় বিভিন্ন অনলাইন মাধ্যম ও ফেসবুকে ভিডিও আপলোড করে, পোস্ট করে করোনা ভাইরাসের সংক্রমণ হতে মুক্ত হওয়ার নিজের অভিজ্ঞতা শেয়ার করে অনেকেই বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে ১/২ ঘন্টা পর পর গরম পানি পান করা, গরম পানির সাথে লবণ মিশিয়ে ৩ বার গার্গল করা, গরম পানির সাথে স্যাভলন/ডেটল মিশিয়ে গোসল করা, আদা লবঙ্গ দিয়ে বেশি বেশি গরম চা পান করা ইত্যাদি। এখানে আমার বক্তব্য হল যেহেতু করোনা ভাইরাসের এখনো কোন প্রতিষেধক বা ওষুধ বের হয়নি। তাই উপরোক্ত পরামর্শগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবশ্যই গুরুত্ব দেয়া প্রয়োজন। অনেক সময় অনেক বড় অসুখ টোটকা চিকিৎসায় ভালো হয়ে যায় এমন প্রমাণও আছে অসংখ্য। তাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তাদের অনুরোধ করবো করোনায় আক্রান্ত যারা উপরোক্ত পদ্ধতিগুলো পালন করে ভাইরাসের রেজাল্ট নেগেটিভ এসেছে তাঁদের সাথে সরাসরি কথা বলে যদি মনে হয় এগুলো কার্যকর, তাহলে সরকারিভাবে জরুরি ভিত্তিতে নির্দেশনা দেয়া প্রয়োজন।কারণ ফেসবুকের এসব তথ্য অনেকেই বিশ্বাস করছে আবার অনেকেই ভুয়া মনে করছে।তাই সরকারি নির্দেশনা আসলে ঘরে বসেই সবাই গরম পানির চিকিৎসা নিতে উৎসাহিত হবে। আমাদের দেশে করোনা বিষয়ে সিদ্ধান্তগুলো লেট করে নেয়াতে দ্রুতই প্রাণঘাতী করোনা ভাইরাস সারাদেশে ছড়িয়ে যাচ্ছে।সুস্থ হওয়ার চেয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই জরুরি ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিয়ে দ্রুত নির্দেশনা প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
লেখক- জেলা শ্রেষ্ঠ শিক্ষক ও সাধারণ সম্পাদক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নালিতাবাড়ী, শেরপুর।