1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

ইয়ং-নিকোলস চ‌্যালেঞ্জ জেতায় খুশি ফার্গুসন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমানের জন‌্য এর চেয়ে আদর্শের উইকেট আর হয় না! বল উইকেটে গ্রিপ করছিল। স্লো, লো এবং টার্নিং। সঙ্গে কন্ডিশন একেবারেই গুমোট। নতুন বলে এমন ২২ গজে মোস্তাফিজ ভয়ংকর তা মোটামুটি সবারই জানা। নিজের নামের প্রতি সুবিচার করে মোস্তাফিজ শুরুতেই ঝলক দেখান। নতুন বলে শুরুর চার ওভারেই তার পকেটে ২ উইকেট। দুই কিউই ব‌্যাটসম‌্যান ফিন অ‌্যালেন ও চাড বোয়েসকে উইকেটের পেছনে সোহানের হাতে তালুবন্দি করান বাঁহাতি ব‌্যাটসম‌্যান।

এছাড়া পরের ব‌্যাটসম‌্যান উইল ইয়ং ও হেনরি নিকোলসকেও ভোগান এই দ্রুতগতির বোলার। কিন্তু উইকেটে থিতু হয়ে পড়ে ছিলেন তারা। শুধু মোস্তাফিজ নন নতুন বলে সাকিবের আক্রমণও সামলান তারা। এছাড়া স্পিনার নাসুম আহমেদের বল এদিক-ওদিক ছোবল দিয়ে তাদের ভয় দেখাচ্ছিল। কিন্তু উইকেটে সময় দিয়ে, স্কিলে পূর্ণ বিশ্বাস রেখে টিকে থাকেন নিকোলস ও ইয়ং। তাতে কাজ হয়েছে। দুজনের ৯৭ রানের দারুণ জুটিতে কিউইরা জবাব দেয় বাংলাদেশকে।

ইয়ং ফিফটি তুলে ৫৮ রান করলেও নিকোলস থামেন ৪৪ রানে। কিন্তু তাদের এই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ব‌্যাটিং বৃথা যায় বেরসিক বৃষ্টিতে। ম‌্যাচে ফল বের না হওয়ায় খুশি নন নিউ জিল‌্যান্ডের অধিনায়ক লোকি ফার্গুসন। কিন্তু ইয়ং ও নিকোলস বিরুদ্ধ কন্ডিশনে চ‌্যালেঞ্জ জিতে নেওয়ায় খুশি তিনি।

ম‌্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ফার্গুসন বলেছেন, ‘আমরা প্রতি ম‌্যাচ থেকে কিছু না কিছু গ্রহণ করতে পারি। প্রতি ম‌্যাচে শেখার জায়গা থাকে। কারণ আপনি গিয়ে বোলিং এবং ব‌্যাটিংটা করছেন। আজ আমাদের তেমন চ‌্যালেঞ্জই ছিল। আমি মনে করি ইয়ং ও নিকোলস মধ‌্যভাগে দারুণ ব‌্যাটিং করেছে। তারা আমাদের হয়ে লড়াই করেছে। ম‌্যাচে বারবার বৃষ্টির বাধা এসেছে। সঙ্গে বাংলাদেশও ভালো বোলিং করেছে। স্পিন তারা খুব ভালোভাবে সামলেছে। এবং মোস্তাফিজও ভালো করেছে। এটা ভালো দিক যে তাদের ব‌্যাটিং থেকে শেখার অনেক কিছু ছিল। কিন্তু দুর্ভাগ‌্যবশত বৃষ্টি সব পণ্ড করেছে।’

প্রথমবার বাংলাদেশে খেলতে এসেছেন ফার্গুসন। ম‌্যাচ খেলতে মুখিয়ে ছিলেন এই ব‌্যাটসম‌্যান। কিন্তু বৃষ্টির বাধায় আগুন ঝরানো হয়নি ফার্গুসনের। তাতে কিছুটা বিষণ্ণ তার মন, ‘আমরা ম‌্যাচটা খেলতে চেয়েছিলাম। কিন্তু হলো না। আশা করছি পরের ম‌্যাচটা আলো ঝলমলে রোদ থাকবে। আমরা ৫০ ওভারের ম‌্যাচ খেলব।’

তবে প্রথম ওয়ানডের উইকেট দেখে কিছুটা অবাক হয়েছেন অনেকেই। উইকেটে স্পিন ধরেছে। অসমান বাউন্সও ছিল। এমন উইকেটে খেলে বিশ্বকাপের জন‌্য আদর্শ প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা তা জানতে চাওয়া হয়েছিল ফার্গুসনের কাছে। কিউই অধিনায়ক সরাসরি কোনো উত্তর দেননি।

কিছুটা পাশ কাটিয়ে ফার্গুসন বলেন, ‘আমি বলতে পারছি না। আমি আগেও বলেছি আমরা এই সিরিজে মনোযোগ দিচ্ছি। ভারতের কন্ডিশন এখান থেকে কিছু আলাদা হতে পারে। তবে স্পিন উইকেটে খেলা সব সময়ই সুবিধাজনক। আমি নিশ্চিত নই ভারতেও এমন উইকেট পাবো কিনা। তবে প্রতি ম‌্যাচে কিছু শেখার আছে। দ্বিতীয় ওয়ানডের আগে কিছুটা সময় আছে। আশা করছি এ সময়ে ভালো কিছুই হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!