1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

শিশুকন্যাকে বাঁচাতে করোনা সন্দেহে এলাকাছাড়া করা মায়ের আকুতি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : গভীর রাতে হিংস্র প্রাণী ও পাতি শৃগালের গর্জন, মেঘাচ্ছন্ন আকাশের দমকা হাওয়াসহ বন্য পোকামাকড়ের আক্রমণের ভয়ে সারারাত দু’চোখের পাতা এক করতে পারেননি কলাপাড়ার চাকামইয়া-শারীকখালী সীমানায় আশ্রয় নেয়া শিরিনা আক্তার।
মহামারি করোনার ছোবলে বিপর্যস্ত যখন বাংলাদেশসহ সারাবিশ্ব, তখন করোনার ইস্যু নিয়েই চার মাস বয়সী এক কন্যাশিশুর সাথে ঘটে গেলো বেদনাদায়ক ঘটনা। গার্মেন্টস কর্মী মায়ের কোলে চড়ে ঢাকা থেকে বাড়ি ফেরায় ইউপি সদস্যের চাপিয়ে দেয়া অমানবিক সিন্ধাস্তে নিজ পিত্রালয়ে জায়গা হয়নি শিশুটির।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম থেকে বের করে দেয়ার পর কালবৈশাখি ঝড়ের মধ্যেই রাত কাটাতে হয়েছে নির্জন নদীর ধারে খোলা আকাশের নিচে জঙ্গলের একটি পরিত্যক্ত ঘরে। মশার কামড় আর পোকা মাকড়ের উপদ্রবে গাছের নিচে আর থাকতে চাইছে না ফুট ফুটে কন্যাশিশু আফসানা। পাশ্ববর্তী তালতলী উপজেলার শারিকখালী ইউপির চাউলাপাড়া গ্রামে গত ১০ এপ্রিল ভোর রাতে নারায়নগঞ্জ ফতুল্লা থেকে স্বামী মামুনকে নিয়ে নিজ শ্বশুরালয় এসে পৌছান গার্মেন্টসকর্মী শিরিনা আক্তার (২৫)। বাড়িতে পৌছানোর সাথে সাথে ওই ঘরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন স্থানীয় ইউপি সদস্য নিজাম আকন। শিশুটির কথা জানিয়ে শাশুরির হাতে রান্না করা গরম ভাত খেয়ে’ই বেড়িয়ে যাবেন বলেও অনেক অনুরোধ করা হলেও মন গলেনি পাষন্ড মেম্বারের। এরপর চৌকিদারের মাধ্যমে বার্তা পাঠিয়ে দিয়ে গ্রাম থেকে বের করে দেয়া হয় পাশের কলাপাড়ার শেষ সীমানায় চাকামইয়া ইউপির কাঁঠালপাড়া গ্রামের নদীর ধারে একটি পরিত্যক্ত স্থানে। সেখানেই খোলা আকাশের নিচে শিুশুটিকে কোলে নিয়ে দিন শেষে এক রাত্রী যাপনের পর শাশুরিকে কষ্টের কথা ফোনে জানালে ঘটনাস্থলে ছুটে আসেন শিশুটির দাদী। নদীর ধারে একটি গাছের নিচে তালপাতা কেটে কোনমতে একটু থাকার ব্যবস্থা করেন বৃদ্ধা শাশুরি।
পরে শ্বশুরের মাধ্যমে ওই থাকার জায়গায় মাটিতে বিছানোর জন্য একটি মাদুর ও রান্না করে খেতে হাড়ি পাতিলের ব্যবস্থা করেন শিরিনা। এখবর ওই মেম্বরের কানে পৌছালে গৃহবধুর শ্বশুরের ঘরে ঠায় তালা ঝুলিয়ে দিয়ে গ্রামের বাইরে পাঠানোর হুমকি প্রদান করেন মেম্বার নিজাম। কান্নাজড়িত কণ্ঠে গত দশদিন ধরে মা মেয়ের সাথে ঘটে যাওয়া এমন অমানবিক ঘটনার বর্ননা দেন শিরিনা আক্তার।
এসময় শিরিনা আরো জানান, তার স্বামী মেম্বারের ভয়ে জেলেদের সাথে একটি মাছের ট্রলারে রাত্রী যাপন করছেন। ঘটনাস্থলে উপস্থিত শিশুটির দাদী জানান, আমি আমার পুত্রবধু ও নাতনির সাথে এখানে থাকছি বলে আমাকে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেছে মেম্বর নিজাম।
শিরিনার অভিযোগ তার কোন ধরণের করোনা উপসর্গ না থাকা সত্বেও তাকে মানবেতর জীবন কাটাতে হচ্ছে শুধু প্রভাশালী মেম্বরের ভয়ে। কেন তাকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়নি সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন তিনি।
এ ব্যাপারে ওই মেম্বারের সাথে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সেলিম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, করোনা সন্দেহে একটি শিশুকে তার মাকে নিয়ে গ্রাম থেকে বের করে দেয়ার ঘটনা আমার জানা নেই। তাছাড়া কাউকে করোনা আক্রান্ত সন্দেহ হলে ওই ইউপি সদস্য উপজেলা প্রশাসনকে জানাতে পারত। তার জন্য সরকারীভাবে চিকিৎসা দেয়া বা কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা প্রশাসন অবশ্যই করবে।
তিনি আরো জানান, এই মূহুর্তে আমি ওই শিশুটির এবং তার মায়ের খোঁজ নিচ্ছি এবং মেম্বরের বিষয়টিও দেখা হবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com