ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া মালিঝিপাড়া গ্রামে বাল্যবিয়ে পড়িয়েছেন এক ভূয়া কাজী। গত ১৭ এগ্রিল শুক্রবার রাতে পাইকুড়া গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে জিন্নাহ নিজেকে কাজী পরিচয় দিয়ে এ বিয়ে রেজিস্ট্রি করেন।
জানা গেছে, পাইকুড়া গ্রামের শফিউদ্দিনের কন্যা ও পাইকুড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে ভুয়া রেজিস্ট্রারে রেজিস্ট্রি করেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের আসাদ আলী মেম্বার জানান, করোনার কারণে মানুষ বাড়িতে থাকার সুযোগে ভূয়া কাজী মোস্তাফিজুর রহমান জিন্নাহ একটি ভুয়া রেজিস্ট্রার নিয়ে বাল্যবিয়ের কাজ সম্পন্ন করেন। পরে বিষয়টি তিনি জানতে পেরে ওই ভূয়া কাজীর শাস্তি চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
ওই ইউনিয়নের তালিকাভুক্ত কাজী জাকির হোসেন বলেন, জিন্নাহ নামে এ এলাকায় কোন তালিকাভুক্ত কাজী নেই। বিষয়টি তিনিও খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে মোস্তাফিজুর রহমান জিন্নাহ বাল্যবিয়ে পড়ানো ও ভূয়া কাজীর অভিযোগে কিছুদিন জেলহাজতে ছিলেন।
– মোহাম্মদ দুদু মল্লিক