নালিতাবাড়ী (শেরপুর) : পরিত্যক্ত বাড়ির আঙিনায় চায়ের দোকান বসিয়ে আড্ডার প্রতিবাদ করায় জুবায়ের হোসেন রিয়াদ নামে এক যুবকের উপর হামলা করেছে দোকানদার মিস্টারসহ সংশ্লিষ্টরা। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রসাইতলা গ্রামের গতকাল সোমবার (২০ এপ্রিল) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কদমতলা বাজারের চায়ের দোকানদার তার নিজ গ্রাম রসাইতলার একটি পতিত বাড়িতে চায়ের দোকান বসায়। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি ওই দোকানে স্থানীয়রা ছাড়াও ঢাকা থেকে আসা স্থানীয় লোকজনের ভির জমে। একই সঙ্গে ওই দোকানের আশপাশে জমে জুয়ার আসর। বিষয়টি জোবায়ের হোসেন রিয়াদ নামে এক যুবক কাকরকান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গ্রাম পুলিশ স্বেচ্ছসেবকদের সঙ্গে নিয়ে ওই এলাকায় যায় এবং মিস্টারের দোকান ভেঙ্গে দিয়ে চলে আসে। এতে ক্ষিপ্ত হয়ে দোকানদার মিস্টারসহ কয়েকজন মিলে জোবায়েরের পথ আটকে তার উপর হামলা চালায়। এসময় জোবায়েরের কপাল ফেটে যায়। তবে এ ঘটনায় কোন আইনী পদক্ষেপ নেওয়া হয়নি।