নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পারিবারিক কলহের জেরে রহস্যজনকভাবে খুন হয়েছেন নাছিমা বেগম (২২) নামে এক গৃহবধু। নাছিমা উপজেলার নামাছিটপাড়া এলাকার বুলবুলের স্ত্রী।
জানা গেছে, নামাছিটপাড়া এলাকার জিন্নত আলীর পোষ্য পুত্র বুলবুল ও তার তিন কন্যার মাঝে গাছ কাটা নিয়ে ঝগড়া চলছিল। বুধবার রাত সাড়ে দশটার বুলবুলের স্ত্রী নাছিমা বেগম ঘরে থেকে বেরুলে কে বা কারা তার উপর উপর্যুপরি কোপাতে থাকে। পরে রাত এগারোটার দিকে স্বামী বুলবুল স্ত্রীকে নাছিমাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ প্রেরণ করা হলে পথিমধ্যে নকলা এলাকায় গিয়ে নাছিমার মৃত্যু হয়।
বুলবুলের অভিযোগ, বাড়ির গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জের ধরে স্ত্রী নাছিমাকে তার তিন বোন মিলে কুপিয়ে হত্যা করেছে। তবে নাছিমার পরিবার ও বোনদের অভিযোগ, বুলবুল নিজেই তার স্ত্রীকে হত্যা করে বোনদের ফাঁসানোর চেষ্ট করছে।
থানা পুলিশ জানায়, এ ঘটনায় ননদ নূর জাহান বেগম ও দুলালীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে স্বামী বুলবুলকে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।