1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ট্রলিচাপায় নারীর মৃত্যু, আহত ৩ শেরপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি সাবেক মন্ত্রীর বাসা থেকে ৩ কোটি টাকা ও ৮৫ ভরি সোনা উদ্ধার পদ্মায় ‘জেলেদের হামলায়’ নিখোঁজ আরো ১ পু‌লিশ সদস্যের মরদেহ উদ্ধার নালিতাবাড়ী বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলনের প্রতিবাদে অপরাংশের সংবাদ সম্মেলন প্রভাবশালীদের হাতে ব্যাংকের ৭৬ হাজার কোটি টাকা আটকা! মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেপ্তার পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিন ইউপিডিএফ কর্মী নিহত ট্রাফিক পুলিশে নিয়োগ পাচ্ছে ৭০০ শিক্ষার্থী

নায়িকার সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করে বিপাকে অভিনেতা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে ‘ধর্ষণ’ দৃশ্যে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করে বিপাকে পড়েছেন অভিনেতা মনসুর আলি খান। এ অভিনেতার সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয় করবেন না বলে ঘোষণা দিয়েছেন তৃষা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, তৃষার নতুন সিনেমা ‘লিও’। এ সিনেমায় থলপতি বিজয়ের সঙ্গেই জুটি বেঁধেছেন অভিনেত্রী। এতে অভিনয় করেছেন মনসুর আলি খানও। তবে তৃষার সঙ্গে কোনো দৃশ্য ছিল না তার।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বেফাস মন্তব্য করে বসেন মনসুর। এ অভিনেতা জানান, একই সিনেমাতে অভিনয় করলেও তৃষার সঙ্গে বিছানার দৃশ্যে অভিনয় করার সুযোগ না পেয়ে হতাশ তিনি।

সাক্ষাৎকারে মনসুর বলেন, ‘যখন আমি শুনলাম যে আমি তৃষার সঙ্গে অভিনয় করছি, তখন আমি ভেবেছিলাম সিনেমায় একটি বেডরুমের দৃশ্য থাকবে। ভেবেছিলাম সেই দৃশ্যে আমি তাকে বেডরুমে নিয়ে যেতে পারি, যেমনটা আমি অন্যান্য নায়িকার সাথে করেছি আমার আগের সিনেমাগুলোতে। আমি বেশ কয়েকটি সিনেমায় ধর্ষণের দৃশ্য করেছি এবং এটা আমার কাছে নতুন নয়। কিন্তু কাশ্মীরের শুটিং চলাকালীন সেটে তৃষার দেখাও পাইনি আমি।’

মনসুরের এমন মন্তব্যে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। অনেক সহকর্মী অভিনয়শিল্পী তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন এ ধরনের মন্তব্যে। ইন্টারনেটেও বেশ তোপের মুখে পড়েছেন মনসুর। তৃষার ভক্তরা ব্যাপকভাবে আক্রমণ করছেন এই অভিনেতাকে।

বিষয়টি নজরে এসেছে অভিনেত্রীর। তাৎক্ষণিকভাবে মনসুরের এ ধরনের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃষা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ তিনি লিখেছেন, ‘সাম্প্রতিক একটি ভিডিও আমার নজরে এসেছে, যেখানে জনাব মনসুর আলি খান আমার সম্পর্কে জঘন্য এবং ঘৃণ্য কথা বলেছেন। আমি এর তীব্র নিন্দা করছি এবং এটিকে যৌনতাবাদী, অসম্মানজনক, অশ্লীলতাপূর্ণ, ঘৃণ্য বলে মনে করি। তিনি ইচ্ছা রাখতেই পারেন, তবে আমি ভাগ্যবান যে তার মতো কারো সাথে এক ফ্রেমে কাজ করতে হয়নি। আমি নিশ্চিত করব যে আমার বাকি ফিল্ম ক্যারিয়ারেও যেন তার সঙ্গে কাজ করতে না হয়। তার মতো মানুষ মানবজাতির বদনাম বয়ে আনে।’

মনসুরের এমন মন্তব্যের সমালোচনা করেছেন ‘লিও’ সিনেমার পরিচালক লোকেশ কানারাজও। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এক্স-এ তিনি লিখেছেন, ‘জনাব মনসুর আলি খানের করা অসামাজিক মন্তব্য শুনে হতাশ এবং ক্ষুব্ধ। আমরা সবাই একই দলে কাজ করেছি। আমি এই আচরণের তীব্র নিন্দা জানাই।’

পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। এক বিবৃতিতে মনসুর বলেছেন, ‘আমার মন্তব্যকে কেটেছেটে তুলে ধরা হয়েছে। তাই তৃষা ভুল বুঝছে। আমার কথাগুলো খুব হালকাভাবে বলেছিলাম। কিন্তু ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বিতর্ক তৈরি হয়। কিছু লোকজন আছেন যারা আমার বিরুদ্ধে, তারাই উস্কানি দিচ্ছেন। কিন্তু আমি এমন মানুষ নই যে এসবে ভয় পেয়ে যাব।আমি এমন নায়িকাদের সঙ্গে অভিনয় করেছি, যারা এখন এমএলএ, এমপি। তারা সফল ব্যবসায়ীদের বিয়েও করেছেন। কিন্তু কেউ কখনও আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনতে পারেননি।’

এদিকে এ ঘটনায় সোমবার মনসুরের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা বলেছে ভারতের জাতীয় মহিলা কমিশন। এক বিবৃতিতে ভারতের জাতীয় মহিলা কমিশন বলেছে, ‘অভিনেত্রী ত্রিশা কৃষ্ণানের প্রতি অভিনেতা মনসুর আলি খানের করা অবমাননাকর মন্তব্যের জন্য জাতীয় মহিলা কমিশন গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এই বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে ডিজিপিকে আইপিসি ধারা ৫০৯ বি এবং অন্যান্য প্রাসঙ্গিক আইন প্রয়োগ করার দাবি জানাচ্ছি। এই ধরনের মন্তব্য নারীদের বিরুদ্ধে সহিংসতাকে উসকে দেয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com