নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলামের উদ্যোগে ধারাবাহিক খাদ্যসহায়তা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কর্মহীন-অস্বচ্ছলদের মাঝে খাদ্যসামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
ব্যক্তিগত অর্থায়নে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার পানিহাতা এবং তারানী গ্রামের ২৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার ও ৪২টি মুসলিম পরিবারের মাঝে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়। তারানী ফুটবল মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিতরণকৃত উপহারসামগ্রীর মধ্যে ছিল- চাল, আটা, সয়াবিন, পেঁয়াজ, চেপা-শুঁটকি, মিষ্টি কুমড়া ও কাঁচা মরিচ।
এর আগে দফায় দফায় উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কর্মহীন-অসচ্ছল পরিবারের মাঝে ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের নিয়ে খাদ্যসামগ্রী উপহার হিসেবে পৌছে দেওয়া হয়। ধারাবাহিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।