নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নে কর্মহীন-অসচ্ছলদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫) এপ্রিল কালাকুমাস্থ সূর্যের আলো বিদ্যানিকেতন প্রাঙ্গনে ইউনিয়নের ২২০টি পরিবার প্রধানের হাতে এ সহযোগিতা তোলে দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরীর নির্দেশনায় ও ব্যবসায়ী নেতা হাফিজুল ইসলাম জুয়েলের ব্যক্তিউদ্যোগে প্রতিটি পরিবারের সদস্যের হাতে ২শ করে নগদ টাকা তোলে দেওয়া হয়। এসময় রামচন্দকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, রামচন্দ্রকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম মাস্টার, উপজেলা যুবলীগের সদস্য ও ব্যবসায়ী নেতা হাফিজুল ইসলাম জুয়েল, সূর্যের আলো সমবায় সমিতির সাবেক সভাপতি বাবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।