স্পোর্টস ডেস্ক : ২০১১ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে শচীন টেন্ডুলকারকে ২৩ রানে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার ইয়ান গৌল্ড।
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ নিয়ে বেঁচে যান টেন্ডুলকার। দীর্ঘ ৯ বছর পর টেন্ডুলকারের আউট নিয়ে কথা বললেন গৌল্ড। সাফ জানালেন, একই রকম বলে টেন্ডুলকারকে তিনি আবার আউট দেবেন। নিজের সিদ্ধান্ত পাল্টাবেন না।
মোহালিতে অনুষ্ঠিত হওয়া সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। এমনিতেই ম্যাচটি ছিল ভারত ও পাকিস্তানের। বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ হওয়ায় ম্যাচে উত্তেজনা ছড়িয়েছিল বেশ। পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে ভারত ফাইনালের টিকিট পেলেও টেন্ডুলকারের এলবিডব্লিউর সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোচনা হয়েছিল।
ইনিংসের ১১তম ওভারে বোলিংয়ে এসেছিলেন সাঈদ আজমল। আজমলের অফস্পিন টেন্ডুলকারের প্যাডে আঘাত করে। পাকিস্তানের আবেদনে গৌল্ড সাড়া দিয়ে আউট দেন। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সতীর্থ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করেন টেন্ডুলকার। এরপর রিভিউয়ের সিদ্ধান্ত নেন। রিপ্লেতে দেখা যায়, মাত্র এক ইঞ্চির জন্য বল লেগ স্ট্যাম্প দিয়ে বেরিয়ে যাচ্ছিলো। সেই যাত্রায় বেঁচে যান টেন্ডুলকার । ২৩ রানে জীবন পাওয়ার পর ১১৫ বলে ৮৫ রান করেন। ম্যাচসেরার পুরস্কারও উঠে তাঁর হাতে। ৩৭তম ওভারে টেন্ডুলকারের উইকেট অবশ্য পেয়েছিলেন আজমলই।
শনিবার টেন্ডুলকারের আউট নিয়ে গৌল্ড বিবিসি ৫ লাইভ স্পোর্টকে বলেছেন, ‘আমি মোহালিতে তাকে যখন আউট দিলাম, নিশ্চিত মনে হচ্ছিল সে আউট। এখানে বসে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আবারো যদি একইরকম বল হয় আমি আবারও তাকে আউট দেব।’ রিভিউয়ে তাঁর সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। কিন্তু বিষয়টি নিয়ে তিনি মোটেও অনুতপ্ত নন, ‘প্রথমে টেন্ডুলকার ফিরে যাচ্ছিলো। কি মনে করে যেন গম্ভীরের সঙ্গে কথা বলতে এলো। তখনও তাঁর চোখে-মুখে ভীতি ভাবটা ছিল। বুঝে উঠতে পারছিলো না কি করবে। কিন্তু হঠাৎ ‘টি’ সাইন (রিভিউ সাইন) নিয়ে নিল। ভগ্নাংশ সময়ের মধ্যেই সবকিছু হলো। রিপ্লে দেখে বিলি বাউডেন (তৃতীয় আম্পায়ার) আমাকে বললো, সিদ্ধান্ত পাল্টাতে। বল লেগ স্ট্যাম্প মিস করছে। আমি মাত্র ৯০ ফুট স্ক্রিনে দেখছিলাম। আমি নিজেও রিপ্লে দেখেছি বল মিস করছিলো। কিন্তু আমি সিদ্ধান্তটি নিয়ে মোটেও বিচলিত ছিলাম না।’
২৩ রানে টেন্ডুলকার এলবিডব্লিউর সিদ্ধান্ত থেকে বেঁচে যান। এরপর পাকিস্তানি ফিল্ডাররাই তাকে জীবন দেন চারবার। উমর আকমাল, কামরান আকমাল, ইউনিস খান ও মিসবাহ-উল-হক টেন্ডুলকারের ক্যাচ মিস করেন। সেই ম্যাচে শতরানের কাছাকাছি গিয়েছিলেন। ১৫ রানের জন্য সেঞ্চুরি পাননি। সেদিন সেঞ্চুরি পেলে সেঞ্চুরির সেঞ্চুরি হতো ভারতের ব্যাটিং ঈশ্বরের। সেমিফাইনালের পর ফাইনালেও সেঞ্চুরি পাননি।
বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজ খেলেছিলেন টেন্ডুলকার। সেখানেও ছুঁতে পারেননি ল্যান্ডমার্ক। অবশেষে ঢাকায় ২০১২ সালে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির সেঞ্চুরি পূর্ণ করেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর পাকিস্তানের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলে ওয়ানডে জার্সি তুলে রাখেন টেন্ডুলকার। নামের পাশে ১৮ হাজার ৪২৬ রান নিয়ে অবসরে গেছেন ডানহাতি ব্যাটসম্যান। ওয়ানডেতে সেঞ্চুরি আছে ৪৯টি, হাফ সেঞ্চুরি ৯৬টি।