1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

খোলামেলা পোশাকে শাকিবের ‘প্রিয়তমা’, নেটিজেনদের ‘নোংরা’ মন্তব্য

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : স্বচ্ছ জল পাথরের গা ছুঁয়ে গড়িয়ে চলছে। কুয়াশা নামার কারণে দৃষ্টি অল্পতে সীমাবদ্ধ। জল ছুঁয়ে দেওয়া পাথরের ওপরে দাঁড়ানো অভিনেত্রী ইধিকা পাল। তার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। বিন্দু বিন্দু শিশির নেমে বাসা বাঁধছে সেই চুলে। কাজল মাখা চোখের দৃষ্টি থেমেছে অজানায়।

ইধিকার পরনে লাল রঙের লেহেঙ্গা ও খোলামেলা ব্লাউজ। ওড়না কিংবা দোপাট্টাবিহীন ইধিকার এই লুক ফ্রেমবন্দি করেছেন কলকাতার চিত্রগ্রাহক তথাগত ঘোষ। ওপার বাংলার আলোচিত এই ফটোগ্রাফার এসব ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সবকিছু ঠিকই ছিল। কিন্তু নেটিজেনদের অনেকে খোলামেলা পোশাকে ইধিকাকে দেখে কটাক্ষ করে মন্তব্য করছেন। কেউ কেউ ‘নোংরা’ কথা বলতেও দ্বিধা করছেন না।

ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন ইধিকা। আবেদনময়ী লুকে তাকে দেখে ‘প্রিয়তমা’ সিনেমার অনেক ভক্ত হতাশা প্রকাশ করেছেন। সুমন লিখেছেন, ‘আমরা আপনাকে এভাবে দেখতে চাই না। আপনি খুবই পছন্দের অভিনেত্রী আমার, আপনার পোশাকের জন্য অভিনয় আমাদের মন কেড়েছে।’ প্রিয়া লিখেছে, ‘খ্যাতি এসে গেছে, এখন এসব আসতেই থাকবে।’ সামাইতা কর্মকার লিখেছেন, ‘এই ফটোশুট না করলে তোমার তেমন কোনো ক্ষতি হতো না।’ আফরিন লিখেছেন, ‘ডিপজলের কথাই সত্যি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com