বান্দরবান: বান্দরবানে নাইংক্ষ্যংছড়িতে নতুন করে আরো ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বান্দরবান সিভিল সার্জন ডাক্তার অংশৈপ্রু মার্মা এ তথ্য জানান। আক্রান্ত রোগী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। এ নিয়ে বান্দরবানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ জন।
জানা গেছে, সোমবার বিকালে কক্সবাজার করোনা পরীক্ষার ল্যাবে রিপোর্ট প্রকাশের পর এ তথ্য জানানো হয়। এসময় বান্দরবানের নাইংক্ষ্যংছড়ি উপজেলার পাঠানো ৩ জনের নমুনান মধ্যে একজনের করোনা পজেটিভ আসে। তবে আক্রান্তের নাম ঠিকানা এখনো সঠিক ভাবে জানা যায়নি। হাসপাতাল সূত্র জানায়, গত ২৫ এপ্রিল নাইংক্ষ্যংছড়ি হাসপাতালে আউটডোরে ২ জন মহিলাসহ এক পুরুষ করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে আসে। তাদের নমুনা সংগ্রহ করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরে ৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার পাঠায়। এর মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ রয়েছে। আজ সোমবার ২৭ এপ্রিল কক্সবাজারে রিপোর্ট প্রকাশ করা হলে নাইংক্ষ্যংছড়ির একজনের পজেটিভ আসে।
বান্দরবান সিভিল সার্জন ডাক্তার অংশৈ প্রু বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার এক মহিলার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। কিন্তু ওই মহিলা ঠিকানা ও মোবাইল নাম্বার ভুল দেয়ায় তাকে এখনো শনাক্ত করা যায়নি। প্রশাসন তাকে খুঁজছে খুব শীঘ্রই তাকে খুজে বের করে আইসোলেশনে নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে বান্দরবানে আরো ৪ জন করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তদের ২ জন থানচির, ১ জন লামা ও একজন নাইংক্ষ্যংছড়ির বাসিন্দা। বর্তমানে ২ জন বান্দরবান হাসপাতালে আইসোলেশনে রয়েছে। একজন লামা হাসপাতালে আইসোলেশনে এবং নাইংক্ষ্যংছড়ির আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
– এন এ জাকির