নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বন্য শূকরের কামড়ে মিন্টু কোচ (৩২) রনকুমার কোচ (২০) নামে দুই যুবক আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী গারোপাহাড়ের বাতকুচি বনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে একদল উপজাতি শিকারী বন্যশূকর শিকার করতে জাল, বল্লমসহ সরঞ্জাম নিয়ে বাতকুচি পাহাড়ের বনে যায়। একপর্যায়ে বন্য শূকর তাড়া করলে শূকরটি পাল্টা আক্রমণ করে পালিয়ে যায়। এসময় আহত হয় মিন্টু কোচ ও রনকুমার কোচ। পরে আহতদের মধ্যে একজন স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও অপরজনকে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বন্য শূকরের কামড়ে গত ১২ এপ্রিল ইকোপার্কের ভিতরে বনে ২ জন আহত ও এক নারী নিহত এবং ১০ এপ্রিল বুরুঙ্গা পাহাড়ে এক ব্যক্তি আহত হয়। ফলে পাহাড়ি গ্রামগুলোতে বন্য শূকর আতঙ্ক বিরাজ করছে।