1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

হালুয়াঘাটে হত্যা মামলার আসামি গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চাঞ্চল্যকর কুতুব উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী মিরাজ আলীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।
বুধবার বেলা ২টায় নড়াইল ইউনিয়নের আলিশাহ বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন বিপিএম (সেবা), পিএসসি, এলএসসি।
এর আগে গতকাল মঙ্গলবার র‌্যাব-১৪ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ এফতেখার উদ্দিন বিপিএম নির্দেশে র‌্যাব এএসপি তৌফিকুল আলম ও এএসপি জোনাঈদ আফ্রাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গাজিপুরের পুবাইল এলাকা থেকে মিরাজ আলীকে আটক করে। পরে আসামীর দেয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত দা আসামীর বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে ময়মনসিংহ র‌্যাব-১৪ কুতুব উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী মিরাজ আলীকে হালুয়াঘাট থানায় সোপর্দ করেছেন বলে নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ।
সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন আরো বলেন, মাত্র তিন হাজার টাকা ধার নেওয়া ও পরিশোধ না করাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংগঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট সার্কেল এএসপি মোঃ খলিলুর রহমান, হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, ইন্সপেক্টর আব্দুল হালিম প্রমুখ।
উল্লেখ্য, হালুয়াঘাট উপজেলার উলুকান্দি গ্রামে গত ২৬ এপ্রিল দিবাগত রাতে কুতুব উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করে। পরে শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বোরো ধান ক্ষেতের ড্রেনে কুতুব উদ্দিনের মরদেহ দেখতে পান এলাকাবাসী।
– মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com