1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিন্ডিকেট, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের যুদ্ধ শুরু মাল্টার নাগরিকত্ব চেয়ে প্রত্যাখ্যাত হন তারিক সিদ্দিকের স্ত্রী-কন্যা শরণখোলায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল ‘চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি, কেউ হামলা করতে আসেনি’ এক ট্রলারেই এলো ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ৮ জন কারাগারে ঢাকা মেডিকেল মর্গে জুলাই অভ্যুত্থানে নিহত ৬ বেওয়ারিশ লাশের সন্ধান সাবেক ওসি পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

অসহায় কৃষকের ধান কেটে দেয়ার ফটোসেশনের প্রতিযোগিতায় দলীয় আনুগতরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : সারাবিশ্বে করোনাভাইরাস সংক্রমনের ফলে দিন এনে দিন খাওয়া মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণে কলাপাড়ায় দুস্থদের নিয়ে ফটোসেশনের পর এবার শুরু হয়েছে কৃষকের ধান কেটে দেয়ার ফটোসেশন। দলীয় আনুগতদের সাথে নিয়ে সাংবাদিকদের উপস্থিতিতে কৃষকের সহায়তার নামে চলছে এ ধান কাটা পর্ব। হ্যান্ডমাউথ মাস্ক, হ্যান্ড গ্লাভস পড়ে হাতে কাঁচি নিয়ে ফসলের ক্ষেতে দাড়িয়ে এরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে সহায়তা করছেন বলে জানান সংবাদকর্মীদের। আবার কারো কারো অনুসারীরা এসব ছবিসহ ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। কয়েককজন কৃষি কর্মকর্তা এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, আসলে বিষয়টি এমন হয়েছে, ছাত্রজীবনে বাবা-মা বলে পড়া-লেখা করতে কিন্তু ছেলে যায় মার্বেল খেলতে। কাজের কাজ রেখে অকাজের ক্ষ্যাতা পোড়ানো। বিগত দিনে উপজেলা পরিষদের বিভিন্ন সভায় কৃষক এর সমস্যা নিয়ে কথা বলতে গেলে অনেকেই বলেন একটু সংক্ষেপ করুন। তখন আর ভালো লাগে না। আর লাগবেই বা কেন ওখানে তো কোন লাভ নেই। এখন সস্তা বাহবা নেয়া, সরকারপ্রধানের দৃষ্টি আকর্ষণ করার জন্য এসব ভন্ডামি করছে। কৃষি বিভাগ কখনোই বলেনি যে আমরা অসহায় কিম্বা আমাদের শ্রমিক দেন। ধান কেটে দেন। ধানের রোয়া-বীজ লাগানোর সময় আসতেন তখন বুঝা যেত কত পারেন লাগানোর সময় সারিতে রোপন, পারচিং, লোগো পদ্ধতি, সময় মত সুষম সার ব্যবহার, আগাছা বাছাই, বালাই নাশক সার প্রয়োগ সহ কাজগুলো কৃষকের খুবই কষ্টের কাজ। কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাগণ দিন-রাত নিরলস পরিশ্রম করে কৃষকদের বুঝাতে চেষ্টা করেন ফসল বাঁচাতে হলে এসব অত্যাবশ্যকীয় কাজগুলো সময় মত করতে। তারই ফল হবে সুন্দর ধানের ফলন। আর আজকে হঠাৎ হঠাৎ এক এক এলাকায় গিয়ে দুই পোচ ধান কেটে ফেসবুকে শেয়ার করছেন কিছু অসাধুরা। এসব কেউ কখনো কৃষি বিভাগকে জানানোর প্রয়োজনও মনে করেন না। মনে হচ্ছে দেশে কৃষি বিভাগ নেই, কৃষকের অভিবাবক নেই।
এদিকে করোনা পরিস্থিতিতে দেশের হাওর অঞ্চলে ধান কাটা শ্রমিক সংকট দেখা দেয়ায় প্রধানমন্ত্রী দলীয় নেতা কর্মীদের কৃষকের পাশে দাড়ানোর নির্দেশনা দেয়ার পর ছাত্রলীগ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকের ধান কেটে সহায়তা করেছে তেমনি কলাপাড়ায় মহিপুর থানা ছাত্রলীগ ও কুয়াকাটা পৌর ছাত্রলীগ দু’একজন প্রান্তিক কৃষকের স্বল্প পরিমাণ জমির ধান কেটে দিয়েছে। এরপর মাঠে নামে উপজেলা শ্রমিক লীগ সুসজ্জিত পোষাক, জুতা, সানগ্লাসসহ এক রঙের গেঞ্জি পড়ে তারাও কৃষকের সহায়তায় ধান কাটতে মাঠে নামে। কৃষকের ধান কেটে সহায়তা করার নামে কাঁচা ধান কেটে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন একজন পার্লামেন্ট সদস্য।
এছাড়া সুসজ্জিত শাড়ী, রঙীন চশমা ও হাই হিল পড়ে দেশের বিভিন্ন এলাকার কৃষকের ধান কাটার নামে ধানক্ষেতে ফটো সেশন করে আলোচনায় এসেছেন অনেক নারীনেত্রী। প্রকৃতপক্ষে নেতা-কর্মীরা কৃষকের কতটুকু সহায়তা করেছেন, তা নিয়ে সাধারন মানুষ সন্দিহান।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান বলেন, যে যেখানেই কৃষকের ধান কাটেন, কেটে দেন। এতে আমাদের খারাপ লাগেনা। বরং ভালো লাগে এই ভেবে যে, আমরা যে অসহায় মানুষগুলোর জন্য যুদ্ধ করি তাদের কথা অন্যরা আজ কিছুটা হলেও ভাবছেন। এখন মনে হয় আর কখনো কৃষকের সমস্যা নিয়ে কথা বলতে গেলে শুনতে হবে না- প্লিজ সংক্ষেপ করুন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com