নালিতাবাড়ী (শেরপুর) : করোনার প্রভাবে কর্মহীন-অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আড়াই শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী খ্রীষ্টান ধর্মপল্লীতে বারমারী ধর্মপল্লী ও আদিবাসী নেতা লুইসের উদ্যোগে এবং ময়মনসিংহ খ্রীষ্ট ধর্মপ্রদেশ এর অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়।
সূত্র জানায়, শুক্রবার বারমারী ধর্মপল্লীর আওতায় থাকা ৩৫টি গ্রামের অসহায় নৃ-গোষ্ঠীর ১৬০ পরিবারের প্রত্যেককে কেজি করে চাল ও এক কেজি করে ডাল দেওয়া হয়। এর আগে একই স্থানে আরও একশ অসহায় নৃ-গোষ্ঠী ও মুসলিম পরিবারে মাঝে ৫ কেজি চালের সাথে ডাল, তেল ইত্যাদি বিতরণ করা হয় ময়মনসিংহ নটরডেম কলেজ এর অর্থায়নে। খাদ্য সহায়তা বিতরণকালে বারমারী ধর্মপল্লীর পাল পুরোহীত মনিন্দ্র এম চিরান, পুরোহীত তরুণ বনোয়ারী, আদিবাসী নেতা লুইস নেংমিনজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।