নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরের তিন শতাধিক লোড-আনলোড শ্রমিকের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন। স্থানীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরীর অনুপ্রেরণায় ব্যক্তিগত উদ্যোগে শনিবার হাজী মোশারফের পক্ষ থেকে প্রতিজন শ্রমিকের মাঝে নগদ দুইশত করে টাকা প্রদান করা হয়।
বেলা এগারোটায় প্রথম দফায় চারআলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মহীন হয়ে পড়া নাকুগাঁও বন্দরের দেড় শতাধিক শ্রমিকের মাঝে হাজী মোশারফের পক্ষে নগদ অর্থ বিতরণ করেন তার বড় ভাই ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা। দ্বিতীয় দফায় বেলা সাড়ে এগারোটায় কালাকুমা মরহুম আব্দুল খালেক ফুটবল মাঠে আরও দেড় শতাধিক লোড-আনলোড শ্রমিকের মাঝে হাজী মোশারফের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়। এর আগে শুক্রবার নালিতাবাড়ী শহরের বোতলভাঙ্গা মোড়ে আশপাশের কয়েকটি অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এসব অর্থ বিতরণকালে ইউনিয়ন যুবলীগের নেতৃবন্দ ছাড়াও অন্যান্য সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।