কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মহিপুরথানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চৌকিদার আবুসালেহ কর্তৃক সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১১ অসহায়ের চাল দীর্ঘ ১৭ মাস ধরে আত্মসাৎ করা ২১ এপ্রিল হাতেনাতে ধরে একই ওয়ার্ডের মেম্বর মিজবা খান। মিজবার এই জালিয়াতি ও অনৈতিক কর্মকান্ডের খবর প্রকাশ পায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায়। সুবিধাবঞ্চিতরা তাদের চাল আত্মসাৎকারির নায়ক ঐ চৌকিদারের বিচারের দাবিতে কলাপাডা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক পৃথক ভাবে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরে লকডাউনের কারনে তেমন কোন সাড়া না আসায় ফের বেপরোয়া হয়ে ওঠে চৌকিদার ফলে তার বিচারের দাবিতে গ্রামবাসীরা মিলে গণস্বাক্ষর অভিযান শুরু করেন। এ গণস্বাক্ষর উত্তোলন অভিযান কার্যক্রম এবং বিচার চাওয়ার কারনে চৌকিদার ও তার পরিবারের লোকজন মিলে ৩ জনকে বেধরক মারধর করে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শেষ বিকেলে চৌকিদারের অপকর্মের বিচারের দাবিতে গন স্বাক্ষরে স্বাক্ষর প্রদান করায় ডালবুগঞ্জের বরকোতিয়া গ্রামের হাসান খান (৩৮), সাহাদাত গাজী (৫৪) ও জিয়া কাজী (৩০) বেধরক মারধর করে আবু সালেহ চৌকিদার, তার পিতা আইয়ুবআলী ফরাজি, ফারুক ফরাজি, মঞ্জু ফরাজি ও মামুন ফরাজি।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, হাসান খান বাদি হয়ে মহিপুর থানায একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
– রাসেল কবির মুরাদ