নকলা (শেরপুর) : করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে শেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১লা মে) সকালে শেরপুরের নকলা উপজেলা পরিষদ চত্বরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, জেলা পরিষদ সদস্য মো. ছানোয়ার হোসেন ও তার কন্যা সাদিকা তাসনুভা উম্মিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।