শেরপুর : নকলা ও নালিতাবাড়ী এ দুই উপজেলার (শেরপুর-২ আসন) প্রায় তের হাজার পরিবার স্থানীয় আওয়ামী লীগের আর্থিক সহায়তা পেয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর পরামর্শে দলীয় নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় নিজেদের উদ্যোগে গত কয়েক সপ্তাহে সামাজিক দূরত্ব বজায় রেখে ধারাবাহিকভাবে পৃথকভাবে এসব অর্থ বিতরণ করেন। বিতরণকৃত অর্থের পরিমাণ ২৫ লাখ ৭৮ হাজার ৬শ।
দলীয় সূত্র জানায়, মতিয়া চৌধুরী এমপি’র পরামর্শে করোনাকালীন সময়ে মানুষের পাশে দাড়াতে নেতৃবৃন্দ নিজেদের উদ্যোগে দুই উপজেলার ২১টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রতিটি অসচ্ছল পরিবারের দায়িত্বশীলদের হাতে পর্যায়ক্রমে ২শ করে নগদ অর্থ সহায়তা করেন। এ সহায়তার আওতায় আসে নালিতাবাড়ী উপজেলার ৭ হাজার ১৯২টি পরিবার ও নকলা উপজেলার ৫ হাজার ৫২১টি পরিবার।
পরে রোববার (৩ মে) দুপুরে দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বিতরণকৃত অর্থের তালিকা নালিতাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের কাছে পৃথকভাবে হস্তান্তর করা হয়।
এসময় আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর, ফজলুল হক, শফিকুল ইসলাম জিন্নাহ, হাফিজুর রহমান লিটন, ওয়াজ কুরুণী, আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল, গোপাল চন্দ্র সরকার, খলিলুর রহমান, মিজানুর রহমান, আলহাজ্ব জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।