বাংলার কাগজ ডেস্ক : দেশে চলমান গ্যাস সংকট দূর করতে নানা উদ্যোগ নিচ্ছে সরকারের জ্বালানি বিভাগ। এর মধ্যে রয়েছে নতুন কূপ খনন, পুনর্খনন, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান, তিন বছরের মধ্যে ভোলার গ্যাস পাইপলাইনে সরবরাহ শুরু করা এবং গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস উত্তোলন বাড়ানো।
বর্তমানে ৪৮টি কূপ খনন ও পুনর্খনন কাজ চলছে। যা ২০২৫ সালে শেষ হবে। ২০২৬ সাল থেকে আরও ১০০টি কূপ খননের জন্য স্থান চিহ্নিত করা হয়েছে। ২০২৮ সালের মধ্যে খননের এই কাজ শেষ করা হবে। এ ছাড়া গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আগামী মার্চে দরপত্র আহ্বান করা হবে। সরকারের জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে অভ্যন্তরীণ সব উৎস থেকে দেশীয় তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। পেট্রোবাংলা ৪৮টি কূপ খনন, পুনর্খননের কার্যক্রম শুরু করেছে। এগুলো থেকে ৬১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরই মধ্যে ১১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। গত বছর তেল-গ্যাস অনুসন্ধানে অংশীদার চুক্তি (পিএসসি) বিদেশিদের জন্য আরও আকর্ষণীয় করে চূড়ান্ত করা হয়েছে। এরপরই যুক্তরাষ্ট্রের এক্সন মোবিল, শেভরনসহ বেশ কয়েকটি বৃহৎ কোম্পানি আগ্রহ প্রকাশ করে। আগামী মার্চে বহুল প্রতীক্ষিত গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। চলতি বছরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ২০২৮ সালের মধ্যে খননের জন্য আরও ১০০টি কূপের খনন স্থান চূড়ান্ত করা হয়েছে।
সূত্র জানায়, পেট্রোবাংলার আগামী ১০০ দিনের পরিকল্পনা অনুযায়ী এই সময়ের মধ্যে তারা গ্যাস কূপ খনন করার জন্য তিনটি বহুজাতিক কোম্পানির সঙ্গে চুক্তি করবে। এই তিনটি কোম্পানি হচ্ছে-সিনোপ্যাক, গ্যাজপ্রম ও এরিয়েল। এ ছাড়া, কক্সবাজার মাতারবাড়ী স্থায়ী টার্মিনাল নির্মাণে জায়গা চূড়ান্ত করা, ভারত থেকে এলএনজি আমদানির জন্য এইজ এনার্জির সঙ্গে খসড়া চুক্তি চূড়ান্ত করা, মহেশখালী তৃতীয় ভাসমান টার্মিনাল নির্মাণে সামিটের সঙ্গে খসড়া চুক্তি সই, দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির জন্য সামিটের সঙ্গে পৃথক আরও একটি চুক্তির খসড়া সই, দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির জন্য পেরিন্টিস মালেশিয়ার সঙ্গে খসড়া চুক্তি চূড়ান্ত করা হবে।
পেট্রোবাংলা বলছে, গ্যাস উত্তোলন বেড়েছে, আরও বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে। দেশের স্থলভাগে গ্যাস উত্তোলন বাড়াতে ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হলেও ২০২৪ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ১৬টি কূপের উন্নয়ন প্রকল্প করা হয়েছে। গ্যাস সংকট দূর করতে বিশেষ আইনে ভোলায় গ্যাজপ্রমকে ৫টি কূপ, চীনা কোম্পানি সিনোপ্যাককে সিলেট গ্যাসফিল্ডের (এসজিএফএল) পাঁচটি কূপ এবং উজবেকিস্তানের কোম্পানি এরিয়েলকে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির (বিজিএফসিএল) ৭টি কূপ খননের কাজ দেওয়া হয়েছে।
গত বছর সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপ খনন করে প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া ওই কূপের তিনটি স্তরে নতুন গ্যাসের সন্ধানও পাওয়া গেছে। আশা করা যাচ্ছে, আগামী ২০ বছর এখান থেকে সুফল মিলবে। এই কূপ থেকে ২ হাজার ৫৪০ এবং ২ হাজার ৪৬০ মিটার গভীরতায় একযোগে উত্তোলন করা হলে ৮-১০ বছর এটি অব্যাহত থাকবে। এর মূল্য প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা।
বাপেক্স বলছে, ২০২৪ সালের মধ্যে সংস্থাটি তাদের নিজস্ব গ্যাস ফিল্ডে মোট ১৯টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে অনুসন্ধান ৯টি এবং উন্নয়ন কূপ ১০টি। এর মাধ্যমে নতুন করে আরও ১৮ কোটি ১০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার সময়ের আলোকে বলেন, গ্যাস উত্তোলন বাড়াতে নানা কার্যক্রম চলমান রয়েছে। আগামী মার্চে গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। চলতি বছরই এই কাজ দিয়ে দেওয়ার টার্গেট রয়েছে। তিনি বলেন, এখন ৪৮টি কূপ খনন করা হচ্ছে। আগামী ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে আরও ১০০টি কূপ খনন করা হবে। তার জন্য স্থান চিহ্নিত করা হয়ে গেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, অভ্যন্তরীণ সব উৎস থেকে দেশীয় তেল-গ্যাস অনুসন্ধান আরও জোরদার করার কার্যক্রম চলমান আছে। পাইপলাইন দিয়ে তিন বছরের মধ্যে ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নিয়ে আসা হবে। বর্তমানে ভোলা থেকে সিএনজি করে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দেশের মূল ভূখণ্ডের শিল্প প্রতিষ্ঠানের জন্য আনা হচ্ছে। পর্যায়ক্রমে এটি ২৫ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হবে। ২০২৪-২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন করা হবে। আরও ১০০টি কূপ খননের কার্যক্রম নেওয়া হচ্ছে।