বাংলার কাগজ ডেস্ক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা উঠিয়ে দেওয়ায় সংঘাত ও প্রাণহানি বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তারা মনে করেন, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকার প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছিল। এতে করে দলীয় প্রতীক নৌকা ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘাত বা সংঘর্ষ হয়েছে। কোথাও কোথাও প্রাণহানিও হয়েছে। তার রেশ এখনও কাটেনি। এখন উপজেলা পরিষদ নির্বাচন ৪টি দফায় হবে। প্রথম দফায় ভোট হবে ৪ মে। দ্বিতীয় ১১, তৃতীয় ১৮ ও চতুর্থ দফায় ভোট হবে ২৪ মে। ফলে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা উঠিয়ে দেওয়ায় প্রার্থীর সংখ্যা বাড়বে। আবার যোগ্য প্রার্থীরা নির্বাচনে জিতেও আসবেন। কিন্তু ক্ষমতাসীন দলের পদে থাকা একাধিক নেতা এ নির্বাচনে অংশ নেওয়ায় তাদের নিজেদের মধ্যে সংঘাত ও সংঘর্ষ বেড়ে যাবে। হতে পারে প্রাণহানিও।
অবশ্য আওয়ামী লীগ বলছে, উপজেলা পরিষদ নির্বাচনসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নৌকা উঠিয়ে দেওয়া দলের কৌশল। আর দ্বাদশ নির্বাচনে কিছু কিছু এলাকায় দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এ কথা সত্যি। কিন্তু এই দ্বন্দ্ব নিরসনে সারা দেশে ৮ বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম কাজ করছে। এগুলো দ্রুত মিটিয়ে ফেলা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নতুন মডেলে নির্বাচন করেছে। এর আগে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। কিন্তু দ্বাদশ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা ও ড্যামি ক্যান্ডিডেট থাকায় স্থানীয় পর্যায়ে বিরোধ আরও দৃশ্যমান হয়েছে। এলাকার নেতাদের মধ্যে দ্বন্দ্ব বেড়েছে। এমনকি নির্বাচনকালে আমরা লক্ষ করেছি, বেশ কয়েক জায়গায় সংঘাত ও সংঘর্ষ হয়েছে। জাতীয় নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দিয়ে অনেকটাই প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগের যে জনপ্রিয়তা তাতে বড় ধরনের ঘাটতি রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি ছিলেন, তাদের মধ্যে অনেকেই গত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি। আবার কেউ মনোনয়ন পেলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন। ফলে আগামীতে তাদের বলয় ঠিক রাখতে নিজস্ব প্রার্থীকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জিতিয়ে আনতে চাইবেন। আবার নতুন যিনি এমপি হয়েছেন, তিনিও ভূমিকা রাখবেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী যিনি এমপি হয়েছেন, তিনিও ভূমিকা রাখবেন। ফলে উপজেলা নির্বাচনে বেশ ভালো মাত্রায় সংঘাত বা সংঘর্ষ হবে। বিএনপি নির্বাচনে সরাসরি অংশগ্রহণ না করলেও তাদের একটি গ্রুপ আওয়ামী লীগের সঙ্গে ঢুকে যাবে। তারা চাইবে এলাকায় যাতে সংঘাত আরও বাড়ে। ফলে এই সংঘাত থেকে রেহাই পেতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ভূমিকা রাখতে হবে। সে ক্ষেত্রে কেন্দ্র থেকে মনিটরিং করতে হবে। এলাকাভিত্তিক কমিটি করে দিতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় পর্যায় থেকে কড়া বার্তা দিতে হবে যে, যারা সংঘাতে জড়াবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। তা না হলে সংঘাতের সঙ্গে প্রাণহানিও ঘটবে। আর এতে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী থাকায় সারা দেশে বেশ কিছু জায়গায় সংঘাত হয়েছে। সাধারণত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সংঘাত আরও বেশি হয়। যদিও আওয়ামী লীগ তাদের দলীয় প্রতীক নৌকা উঠিয়ে দিয়েছে। এটা ইতিবাচক হিসেবে দেখছি আমরা। দলীয় প্রতীক না থাকায় প্রার্থীর সংখ্যা বেশি থাকবে। যোগ্যপ্রার্থীর সংখ্যা বেশি থাকবে। ফলে জনগণের ভোটে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবেন। একটি ভালো নির্বাচন হবে। এলাকায় যারা প্রভাব প্রতিপত্তি নিয়ে থাকেন-তাদের অনেকেরই কোনো দলের সঙ্গে সম্পৃক্ততা নেই। তারা মূলত জনগণের সেবা করতে চান। তারা নির্বাচিত হবেন। কিন্তু এখন প্রেক্ষাপট দাঁড়িয়েছে এমন-ক্ষমতার অপব্যবহার করতে অনেকেই নির্বাচিত হতে চান। কেউ কেউ রাজনৈতিক ফায়দা নিতে চান। যে দল ক্ষমতায় থাকে এবং যাদের দলীয় পদ-পদবি থাকে তারা নির্বাচিত হতে চান। কারণ তারা জনগণের সেবা নয় অর্থবিত্তের মালিক হতে চান। মানুষের জমি-জমা দখল করতে চান। ফলে আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকার প্রার্থী না দিলেও তাদের নেতারা বেশি অংশগ্রহণ করবে। এতে করে নিজেদের মধ্যে সংঘাত আরও বাড়বে। কোথাও কোথাও প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। এখন আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারলে ভালো। সেটি করতে না পারলে সংঘাত অনেক বেড়ে যাবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের ওপরে প্রভাব যাতে না পড়ে সেজন্যই নৌকা প্রতীক উঠিয়ে দেওয়া হয়েছে। বরং নৌকা প্রতীক থাকলে তৃণমূল পর্যায়ে আরও প্রভাব বেশি পড়ে। এখানে সুবিধা হলো- নৌকার বিপক্ষে কেউ কাজ করবে না। নৌকা নিয়ে কোনো বিভক্তি দেখা দেবে না। সব কিছু বিবেচনা করেই এই কৌশল নিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনে মতবিরোধ হতেই পারে। দ্বাদশ নির্বাচনে কিছু কিছু এলাকায় নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী থাকায় নেতায় নেতায় দ্বন্দ্ব বেড়েছে। তৃণমূলে যাতে এসব দ্বন্দ্ব ও সংঘাত না বাড়ে তার জন্য ইতোমধ্যে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের ৮ বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম এসব নিয়ন্ত্রণে কাজ করছে। আর গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এসে ভুল করেছে। হয়তো তারা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশগ্রহণ করবে। এতে সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে।
সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সংঘাত বা সংঘর্ষ বৃদ্ধি পাবে কি না তা নির্ভর করবে আওয়ামী লীগের কেন্দ্র থেকে নিয়ন্ত্রণের ওপর। দলটি তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের কতটুকু নিয়ন্ত্রণে রাখতে পারবে। আগামি উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ যদিও বলেছে, তারা কাউকে সমর্থন দেবে না। কিন্তু ভেতরে ভেতরে সমর্থন থাকবে। এ ছাড়া স্থানীয় এমপিরা রয়েছেন। তারা চাইবেন তাদের সমর্থক যারা, তাদের নির্বাচনে জিতিয়ে আনতে। একটা সময় দলীয় প্রতীক নৌকা ছাড়াই ইউপি নির্বাচন হয়েছিল।সেখানেও ব্যাপক সংঘাতের ঘটনা ঘটেছে। ফলে আগামী উপজেলা পরিষদ নির্বাচনেও সংঘাত বা সংঘর্ষের আশঙ্কা বেশি রয়েছে। বিএনপি বলেছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। ফলে আওয়ামী লীগ বা বিএনপির মধ্যে সংঘাত হওয়ার আশঙ্কা নেই। কিন্তু আওয়ামী লীগের নিজেদের মধ্যে সংঘাত আরও বাড়বে। এমনকি কোথাও কোথাও প্রাণহানিও ঘটতে পারে। তবে সারা দেশেই যে সংঘাত হবে, তা কিন্তু নয়। কোথাও কোথাও বেশি হবে, কোথাও আবার হবে না।
উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক উঠিয়ে দেওয়া আওয়ামী লীগের একটি রাজনৈতিক কৌশল। এই দলীয় প্রতীক নিয়ে এরআগে অনেক রাজনীতি হয়েছে। একসময় তো দলীয় প্রতীক ছিল না। তখন তো স্থানীয় সরকার নির্বাচনে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক নৌকা ও স্বতন্ত্র প্রার্থী থাকায় স্থানীয় রাজনীতিতে সংঘাত না হলেও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বেড়েছে। তাই উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক তুলে দেওয়ায় একাধিক প্রার্থী হবেন। নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কিন্তু দলীয় প্রতীক উঠিয়ে দেওয়ায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিছুটা বাড়তে পারে।
কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, আমরা আগে যে চিন্তা করেছিলাম জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী থাকবে। কিন্তু এখন দলীয় প্রতীক নৌকায় উঠিয়ে দেওয়া হয়েছে। এতে যেমন সুবিধা আছে, অসুবিধাও রয়েছে। কারণ প্রার্থীর পক্ষে জনসমর্থন কতটুকু তা বোঝা যাবে। যোগ্য প্রার্থীকে জনগণ বেছে নিতে পারবেন। কিন্তু দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক নৌকা ও স্বতন্ত্র প্রার্থী থাকায় তৃণমূলের রাজনীতিতে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তাই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক উঠিয়ে দেওয়ায় এই ভুল বোঝাবুঝি আরও বাড়বে।