1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

শরণখোলায় পুকুরে পাওয়া গেল ৭০০ গ্রাম ওজনের ইলিশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট): বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদীর তীরবর্তী সুন্দরবন সংলগ্ন বগী গ্রামের পঞ্চায়েত বাড়ির পুকুরে প্রায় ৭০০ গ্রামের একটি ইলিশ মাছ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে মোঃ সুমন পঞ্চায়েত নামের এক ব্যক্তির পুকুরে মাছ ধরার সময় তার জালে ইলিশ মাছটি ধরা পড়ে। পরে তিনি ইলিশ মাছটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত জানান, সকালে ওই পুকুরে জাল দিয়ে সুমন মাছ ধরছিলেন। এসময় তার জালে ইলিশ ধরা পড়ে।

তিনি আরও বলেন, ওই পুকুরে বলেশ্বর নদী থেকে জোয়ার ভাটার পানি চলাচল করতো। একারণে পানির সঙ্গে ইলিশের ডিম অথবা পোনা ভেসে আসতে পারে বলে তিনি ধারণা করছেন।

শরণখোলা মেরিন ফিসারিজ অফিসার রবিউল ইসলাম জানান, নদীর কাছাকাছি পুকুরটি হওয়ায় জোয়ারের পানিতে কোন এক সময় ইলিশের পোনা ঢুকে পড়েছিল। পরে পুকুরের পানিতে নিজেদের মানিয়ে নিয়ে বড় হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!