ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সাংবাদিক ও মানবাধিকার কর্মীর বাড়িতে হামলা, লুটপাত ও ভাংচুরের ঘটনায় এক মাস পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ।
গত ১০ ফেব্রুয়ারী শনিবার সকালে গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামে হামলার শিকার হন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. রুমান মিয়া। তিনি গিলাগাছা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। মো: রোমান মিয়া উন্মোচন মিডিয়ার ও স্থানীয় অনলাইন পত্রিকার সাংবাদিক এবং আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলার সাংগঠনিক সম্পাদক, উপজেলা শাখার সম্পাদকের দায়িত্বে আছেন।
মো. রুমান মিয়া জানান, গিলাগাছা গ্রামের আনোয়ার হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ১০ ফেব্রুয়ারী সকালে আনোয়ার হোসেন, তার ছেলে শামছুল, লাভলু, মেয়ে তাসলিমা আক্তার লাভলী, আ: করিম, সহ আরো প্রায় ৬০-৭০জন সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়া ত্রাস সৃষ্টি করে আমার বসত বাড়িতে হামলা করে ভাংচুর, লুটপাত করে। এক পর্যায়ে আনোয়ার হোসেনের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার নিজস্ব জমি থেকে জোর পূর্বক মাটি কেটে নিয়ে যায়। পরে আমি থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দিলেও এখন পর্যন্ত মামলা নেয়নি পুলিশ। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের মেয়ে তাসলিমা আক্তার লাভলী ঘটনা অস্বীকার করে বলেন, আমাদের জমিতে ঘর তুলেছিল আমরা ঘর ভাংচুর করেছি।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, অভিযোগ তদন্ত করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে।