ঝিনাইগাতী (শেরপুর) : জেলার ঝিনাইগাতী গৌরীপুর ইউনিয়নের সিংগাপুর প্রবাসী মোঃ সামিউল হক হৃদয় নিজ উদ্যোগে বনগাঁও জিগাতলা এলাকায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র ২২০ পরিবারের ১ লাখ ১০ হাজার টাকার খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় বনগাঁও জিগাতলা তার নিজ বাড়িতে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, ছোলা বুট, তেল, মুড়ি ও সাবানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।এসময় উপস্থিত ছিলেন- গৌরীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু, প্রবাসী সামিউল হকের পিতা মোহাম্মদ আলী, ছালাউদ্দিন ও রবিউল ইসলামসহ অনেকে।
– মোহাম্মদ দুদু মল্লিক