1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

ভলিবলে চ্যাম্পিয়ন রোয়াংছড়ি দল

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বান্দরবান : বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় মহান স্বাধীনতা দিবস ২৬ শে মার্চ উপলক্ষে প্রীতি ভলিবল টুর্ণামেন্ট ফাইনালে রুদ্ধশ্বাস প্রতিযোগিতায় ব্রাদার্স হুডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রোয়াংছড়ি ভলিবল দল।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে রোয়াংছড়ি কলেজ মাঠ প্রাঙ্গনে বান্দরবান সেনা জোন আয়োজিত এই প্রীতি ভলিবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এদিকে দুই দলের খেলায়দের উৎসাহ দিতে পুরো মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভরপুর ছিল। প্রথম সেটে ২৫-২২ পয়েন্টে জয় পায় রোয়াংছড়ি। দ্বিতীয় সেটে ২৫-১৮ পয়েন্টে ও তৃতীয় সেটে ২৫- ২৩ পয়েন্টে টানা তিন সেট পেয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেন রোয়াংছড়ি ভলিবল দল।

আয়োজকরা জনান, প্রীতি ভলিবল টুর্নামেন্ট এ সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করেছেন। তারমধ্যে রোয়াংছড়ি ও ব্রাদারহুড ভলিবল দল ফাইনালে নাম লেখান। ফাইনাল খেলায় রোয়াংছড়ি ভলিবল দল বনাম ব্রাদারহুড ভলিবল দল প্রতিদ্বন্দ্বিতা হলেও তিন সেট খেলায় জয়লাভ করেন রোয়াংছড়ি ভলিবল দল। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হন রোয়াংছড়ি ভলিবল দলের ১২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার মেহেদী হাসান। এতে চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা ও রানার আপ দলকে ৫ হাজার পুরস্কৃত করা হয়।

এসময় বান্দরবান সেনা জোনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি।

বক্তব্যে এ এস এম মাহমুদুল হাসান পিএসসি বলেন, বর্তমান যুবসমাজকে মাদক আসক্ত থেকে দূরে রাখতে খেলাধুলাকে বেছে নেওয়ার বিকল্প নেই। শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামরিক ও বেসামরিক পরিমন্ডলে সেনাবাহিনীর সাথে সকলের যেন সম্প্রীতির বন্ধন। খেলাধুলা মানুষের মনকে সুস্থ ও আনন্দদায়ক করে তোলে বলে আজকে এই আয়োজন। তাই আগামীতে এমন উদ্যেগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ, উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, সদর ইউপি চেয়ারম্যান মেহ্লা অং মারমা, আলেকখ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তচঙ্গ্যা, পাইক্ষ্যংপাড়া গ্রাম প্রধান বৈথাং বমসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!