নকলা (শেরপুর) : ফাঁসিতে ঝুলে শিলা বেগম নামে বায়ান্ন বছর বয়সী এক গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত এবং তোতা মিয়া নামে সত্তর বছর বয়সী এক কৃষকের বিদ্যুতায়িত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে শেরপুরের নকলা উপজেলার পাঁচকাহনীয়া এবং পিঁপড়িকান্দি গ্রামে পৃথক ঘটনায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির সবার অগোচরে দীর্ঘদিন যাবত অসুস্থ গৃহবধূ শিলা বেগম নিজ ঘরের ধন্নার সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। এর কিছু সময় পর বাড়ির লোকজন টের পেয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। পারিবারিক সূত্র জানায়, দীর্ঘ দিনের অসুস্থতায় মানসিকভাবে ভেঙে পড়ে শিলা আত্মহত্যা করতে পারে।
অন্যদিকে বেলা সোয়া এগোরোটার দিকে পিঁপড়িকান্দি গ্রামের কৃষক তোতা মিয়া ছাগলের ঘাস কাটার জন্য জনৈক আনিসের ধানক্ষেতে যান। এসময় ওই স্থান দিয়ে নেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিদ্যুতের ওই তার বাঁশ ও কলাগাছের সাথে বেঁধে জনৈক সাব্বির মাস্টারের বাড়িতে সংযোগ দেয় কর্র্তৃপক্ষ।