1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

নকলায় গণপিটুনির শিকার আওয়ামী লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

নকলা (শেরপুর): শেরপুরের নকলায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে গণপিটুনির শিকার নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবিকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১ এপ্রিল) বিকেলে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, রমজান উপলক্ষে শেরপুরের আল নাসার ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেন। এরই অংশ হিসেবে গত রোববার (৩১ মার্চ) নকলা ইউনিয়নের ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয় সংগঠনটি। বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউলকে জানালে আয়োাজকদের বিনামূল্যের কার্ড জন প্রতি ২০ টাকা আদায় করে তা বিতরণ করেন।

এদিকে এক হাজার ৪শ গ্রাহকের কাছে ন্যায্য মূল্যের পণ্য বিক্রির কথা থাকলেও ধনাকুশা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মাত্র পাঁচ শত কার্ড ধারীর কাছে বিক্রির জন্য পণ্য নিয়ে আসেন। এ খবর ছড়িয়ে পড়লে ন্যায্য মূল্যে পণ্য নিতে আসা গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে রবিউলকে গণপিটুনি দেয়। পরে ওই গণপিটুনির ভিডিও বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ জানান, আওয়ামী লীগ একটি প্রাচীন ও পরিশুদ্ধ দল। এ দলে কোনো দুর্নীতিবাজের জায়গা নেই। রবিউল আওয়ামী লীগের ঐতিহ্যকে ক্ষুন্ন করেছে। তাই তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!