নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে প্রায় দেড়মাস যাবত কর্মহীন অসহায় হোটেল-রেঁস্তোরা শ্রমিকরা হোটেল-রেঁস্তোরা খোলার সরকারী নির্দেশনা চেয়ে সরকারী আর্থিক সহায়তার দাবী জানিয়েছেন ২শতাধিক শ্রমিক। বুধবার (৬ মে) দুপুরে হোটেল শ্রমিক সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে তারা এ দাবী জানায়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ও হোটেল শ্রমিক সমিতির সভাপতি ফজলুর রহমানকে নিয়ে জরুরী যৌথ সভা করে শ্রমিকদের সরকারী সহায়তা প্রদানে আশ্বস্ত করেন। পরে থানা পুলিশ দাবী আদায়ে সমবেত হওয়া শ্রমিকদের শান্ত করে পাঠিয়ে দেন।
হোটেল শ্রমিক নেতৃবৃন্দ জানান, গত ২৬ মার্চ থেকে সরকারী নির্দেশনা মেনে নালিতাবাড়ীর সকল হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখা হয়েছে। প্রায় আড়াই মাস যাবত তারা কর্মহীন। এমতাবস্থায় ব্যক্তি উদ্যোগে যৎ সামান্য সহযোগিতা ছাড়া তারা কিছুই পাননি। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা নিদারুণ কষ্টে পড়েছেন।
হোটেল শ্রমিক সমিতির সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জানান, আমরা স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রেঁস্তোরা খোলার প্রশাসনিক নির্দেশনা চাই। নইলে আমাদের পরিবার না খেয়ে মরবে। অন্যথায় সরকার আমাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করুক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, শ্রমিক নেতৃবৃন্দের কাছে সকল শ্রমিকের তালিকা চাওয়া হয়েছে। তাদেরকে সরকারের ওএমএসসহ অন্যান্য সুবিধার আওতায় আনার পাশাপাশি সরকারের মানবিক সহায়তা প্রদান করা হবে।