বান্দরবান : পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর কর্তৃক ব্যাংক ডাকাতি ও অস্ত্রে লুট ও কর্মকর্তাদের মারধর ঘটনায় রুমার থানার ৫ টি মামলার সন্দেহভাজন তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকাল ৪ টার দিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও প্রশাসন) হোসাইন মো. রায়হান কাজেমী।
গ্রেফতারকৃতরা হলেন- ১. লাল রিন ত্লোয়াং বম (২০) পিতা লাল চেও সাং সাইলুক বম ২. ভান নুয়াম থাং বম (৩৭) পিতা ঙুনদাং বম ৩. ভান লাল থাং বম (৪৫) পিতা লাল মুয়ান বম। তারা সবাই রুমা উপজেলা ২ নং রুমা সদর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ইডেন পাড়া বাসিন্দা। আসামীদের আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। এ নিয়ে চলমান অভিযানে গ্রেপ্তার হওয়ার সংখ্যা ৫৮ জনে দাঁড়াল বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
তিনি আরও বলেন, এই ঘটনায় রুমা ৫টি ও থানচিতে ৪টি মামলা করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে গ্রেফতার ও পাহাড়ের সন্ত্রাসীদের নির্মূল করতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।