নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ঈদে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলেন চল্লিশ বছর বয়সী জামাতা আব্দুল রহিম।
গত রোববার (১৪ এপ্রিল) ভোররাত ৩টার দিকে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামা কৈয়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। রহিম নকলা পৌরসভার বাসিন্দা মৃত হাবিল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পেশায় একজন ট্রাক চালক ছিলেন আব্দুল রহিম। ঢাকায় ন্যাশনাল পলিমার কোম্পানির গাড়ি চালাতেন। ৫ মাস আগে স্ট্রোক করার কারনে চাকরি ছেলে স্ত্রীকে নিয়ে টঙ্গি চেরাগআলীতে বসবাস করছিলেন। এমতাবস্থায় স্ত্রী নাছিমা পোশাক শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালিয়ে আসছিলেন।
ঈদের ছুটিতে সপরিবারে গ্রামের বাড়ি বেড়াতে এসে নাছিমা বাবার বাড়ি নামা কৈয়াকুড়ি এবং আব্দুল রহিম নিজ বাড়ি জালালপুরে আসেন। ঈদের দিন বৃহস্পতিবার মধ্যরাতে তার রহিম শ্বশুরবাড়ি নামা কৈয়াকুড়ি বেড়াতে যান। রোববার ভোর রাতে বাড়ির সবার অগোচরে শ্বশুর বাড়ির পাশে থাকা কড়ইগাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানিয়েছেন, রোববার ভোর রাতে আব্দুল রহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে।