1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচন : ২৬ জনের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ঝিনাইগাতী (শেরপুর) : প্রথম ধাপে অনুষ্ঠিতব্য শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবিরের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তারা। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭ জন, ভাইস চেয়ারমম্যান প্রার্থী ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন আরও ৭ জন।

মনোনয়নপত্র জমাদানকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ.কে.এম ছামেদুল হক, মালিঝিকান্দা ইউনিয়ন ডাকুরপাড় গ্রামের সোহরাওয়ার্দী বাহাদুর, প্রতাবনগর গ্রামের মোহাম্মদ মিজানুর রহমান।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল কারীরা হলেন- যুবলীগ নেতা রকিবুল ইসলাম (রোকন), সারিকালিনগর গ্রামে মোফাজ্জল হোসেন চৌধুরী, বন্দভাটপাড়া উত্তর গ্রামের আব্দুল কাদের, ফজলুল করিম, মেহেদী হাসান মামুন, বৈরগীপাড়া গ্রামের শাহ আলম, নয়াগাঁও গ্রামের মিন্টু মিয়া, ডেফলাই গ্রামের আব্দুল মান্নান, বনগাঁও জিগাতলা গ্রামের মুনায়েম হোসেন, বাতিয়াগাঁও গ্রামের মুখলেছুর রহমান, লয়খা মোল্লাবাড়ি গ্রামের হারুন-অর রশিদ, পানবর গ্রামের জহুরুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- খৈলকুড়া গ্রামের লাইলী বেগম, রাংটিয়া গামের শেফালী বেগম, গান্দিগাঁও গ্রামের আকলিমা বেগম, বনগাঁও জিগাতলা গ্রামের নাছিমা বেগম, দড়িকালিনগর গ্রামের জেসমিন আক্তার, মালিঝিকান্দা গ্রামের সুফিয়া বেগম ও প্রতাবনগর গ্রামের রুপালী বেগম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!